চলমান সংবাদ

চট্টগ্রামে ফ্লাইওভারের ওপর সিএনজি থামিয়ে মলম লাগিয়ে ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নগরীর ফ্লাইওভারের ওপর সিএনজি অটোরিকশা থামিয়ে চোখে-মুখে মলম লাগিয়ে ছিনতাই করা একটি চক্রের চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের খুলশী ও কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি, নগদ অর্থ ও মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- মো. মোবারক হোসেন (২৬), মো. হারুন অর রশিদ (৫৮), মো. মহিউদ্দিন (৫২) ও মো. রিদোয়ান (২৭)। সোমবার (৭ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর ভোরে ৪টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর (নগরের জিইসির বাটাগলি অংশে) সিএনজি যাত্রী মো. সুমনের গতিরোধ করে চার ছিনতাইকারী। এরপর তারা সুমনের সঙ্গে থাকা মোবাইল ও নগদ ২ হাজার ২৭০ টাকা নিয়ে যায়। ফ্লাইওভারের উপর ভুক্তভোগীকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করায় টহল পুলিশ। বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন। ছিনতাইয়ের শিকার মো. সুমনের বাবা মো. আবুল কালাম বাদী হয়ে মামলা দিলে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। খুলশী থানার এসআই মফিজুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের মামলা দায়েরের পর আমাদের একটি টিম খুলশী ও কোতোয়ালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। # ০৭.০২.২০২২ চট্টগ্রাম #