চলমান সংবাদ

চট্টগ্রাম কোর্টহিল নিয়ে দ্বন্দ্ব গাছ কাটার সময় ৪ শ্রমিক আটক

চট্টগ্রামের কোর্ট হিলে আইনজীবী ভবন নির্মাণের জন্য গাছ কাটার অভিযোগে চার শ্রমিককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর কোর্ট হিল থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান, লো প্রশাসনের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়ে চার শ্রমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন মামলা করবে। কোর্ট হিলে ভবন নির্মাণ নিয়ে পাঁচ মাস ধরে জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির মধ্যে দ্বন্দ্ব চলছে। গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কোর্ট হিলে নতুন করে দুটি ভবন নির্মাণের উদ্যোগ নিলে বাধা দেয় জেলা প্রশাসন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বলেন, ‘আইনজীবী সমিতি তার নিজস্ব জায়গায় ভবন নির্মাণের কাজ শুরু করেছে। নির্মাণ কাজের সুবিধার জন্য গাছ কাটা হয়। আমরা কাজ বন্ধ করব না। সার্বিক বিষয়ে উচ্চ পর্যায়ে আমাদের আলোচনা চলছে।’ এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান জানান, পরিবেশের ক্ষতি করে ভবন নির্মাণ করার জন্য গাছ কাটার সময় চার শ্রমিককে আটক করেছে পুলিশ। পরিবেশ রক্ষার্থে বিষয়টি মন্ত্রীকেও জানানো হয়েছে। গাছ কাটার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
# ০৫.০২.২০২২ চট্টগ্রাম #