চলমান সংবাদ

মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রদীপ-লিয়াকত চট্টগ্রাম কারাগারে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কঠোর পাহারায় তাদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে কক্সবাজার কারাগার ত্যাগ করে একটি বিশেষ প্রিজনভ্যান। বেলা দেড়টার দিকে প্রিজন ভ্যানটি চট্টগ্রাম কারাগারে পৌঁছায়। এরআগে শুক্রবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে জেল কর্তৃপক্ষের কাছে বিশেষ ব্যবস্থাপনায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদন্ড পরোয়ানা কপি কারাগারে পৌঁছায়। পরোয়ানা কপি পাওয়ায় কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রদীপ কুমার দাশ ও লিয়াকতকে কারাগারের ৩২ নম্বর সেলে রাখা হয়েছে। কক্সবাজার জেলা কারাগারের জেলা সুপার নেছার আলম বলেন, কক্সবাজার কারাগারে স্থায়ী কনডেম সেল না থাকায় ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে পাঠানো হয়। কক্সবাজার কারাগার থেকে সকাল সাড়ে ১০ টার দিকে প্রদীপ ও লিয়াকতকে বহনকারী প্রিজনভ্যান রওয়ঢানা হয়। দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম কারাগারে পৌঁছায়। এদিকে প্রদীপ কুমার দাশের আইনজীবী মহিউদ্দিন বলেন, সার্টিফাইট কপি হাতে পেলে প্রদীপ কুমার দাশের মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে। রোববার রায়ের সার্টিফাইট কপি পাবেন বলেও আশা করেন তিনি।। এর আগে গত ৩১ জানুয়ারি চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদন্ড দেয় আদালত। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল ওই রায় দেন। এ ছাড়া মামলার অন্য আসামি নন্দ দুলালসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। বাকি সাতজনকে খালাস দেয়া হয়।
# ০৫.০২.২০২২ চট্টগ্রাম #