চলমান সংবাদ

সীতাকুন্ডের শিপইয়ার্ডে রাতে কাজ করার সময় লোহার প্লেট পড়ে শ্রমিকের মৃত্যু

সীতাকুন্ডের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজের প্লেটের আঘাতে আরিফুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে বার আউলিয়া সোনাইছড়ির ফুলতলাস্থ এলাকায় অবস্থিত কবির স্টিল শিপ ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি ফুলতলা এলাকার মৃত হানিফ সওদাগরের পুত্র। জানা যায়, সোমবার দিবারাত দেড়টার দিকে পুরাতন জাহাজের একটি লোহার প্লেট কাটছিলেন আরিফুল। এ সময় অসাবধানতাবশত লোহার একটি বড় প্লেট তার গায়ে পড়লে মাথা ও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফুল ওই ইয়ার্ডে একজন কাটারম্যান ছিলেন। এদিকে নিয়ম-নীতি অমান্য করে শিপ ইয়ার্ড মালিকরা শ্রমিকদের কাজ করতে বাধ্য করায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করেছে জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম। শ্রমিক নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেরামের আহ্বায়ক তপন দত্ত বলেন, জাহাজ ভাঙ্গা শিল্পখাতে রাত্রিকালীন কাজ না করানোর জন্য হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও রাত্রিকালিন কাজ হওয়ার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। শুধু তাই নয় প্রতিবছর জাহাজ ভাঙ্গা শিল্পখাতে কাজ করতে গিয়ে প্রচুর শ্রমিক আহত ও নিহত হচ্ছে। ২০১৯ সালে ২৩ জন, ২০২০ সালে ১০ জন এবং ২০২১ সালে ১৩ জন শ্রমিক নিহত হয়েছে। এছাড়া গত তিন বছরে শতাধিক শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছে। তিনি বলেন, আহত ও নিহত শ্রমিকদের সংখ্যা পর্যালোচনা করলে নিশ্চিতভাবে বলা যায়, জাহাজ ভাঙ্গা শিল্পখাত একটি মৃত্যুকুপে পরিনত হয়েছে। অথচ সরকার, প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর এবং মালিক পক্ষ জাহাজভাঙ্গা শিল্পখাতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেমন কোন কার্যকর উদ্যোগ নিচ্ছেনা-যা শ্রমিকদের জীবনের প্রতি চরম অবহেলা এবং মানবাধিকারের লঙ্ঘন। জাহাজভাঙ্গা শিল্পখাতে কর্মরত শ্রমিকদের জীবনমান রক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণে রাষ্ট্র ও মালিক পক্ষের প্রতি আহ্বান জানান। পাশপাশি নিহত শ্রমিককে “লস অফ ইয়ার আর্নিংস, সাফারিংস এন্ড পেইন”র ভিত্তিতে ১০ লাখ টাকা ক্ষতিপূরন এবং শ্রম আইনের ৯৯ ধারা এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরন আইন ২০১৮ এর ২০ ধারা অনুযায়ী গ্রুপ ইন্সুরেন্সের ২ লাখ টাকা প্রদানেরও দাবি জানান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাতে লোহা কাটার কাজ করার সময় দুর্ঘটনায় একজন শ্রমিক মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের উপ-মহা পরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব বলেন, শিপ ইয়ার্ডে রাতে কাজ করার সময় একজন শ্রমিক মারা গেছেন। আমরা ইয়ার্ডটি পরিদর্শনে আমাদের টিম পাঠিয়েছি। তদন্ত করে পরে বিস্তারিত বলা যাবে। শ্রমিক নিহতের বিষয়ে বারবার চেষ্টা করেও কেএসআরএম কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
# ০১.০২.২০২২ চট্টগ্রাম #