চলমান সংবাদ

“বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় ভাষার মাসেই চট্টগ্রামের সকল সাইনবোর্ডে বাংলার প্রাধান্য প্রতিষ্ঠা করতে হবে”-মোঃ রেজাউল করিম চৌধুরী

– নামফলকে বাংলার  প্রাধান্য  (নামফলকের উপরে ৬০ ভাগ বাংলা) কর্মসূচীর উদ্বোধন করলেন মাননীয় মেয়র

ভাষার মাসের ( ফেব্রুয়ারি) প্রথম দিনে চট্টগ্রাম  এম এ আজিজ  স্টেডিয়াম এলাকায়  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো,রেজাউল করিম চৌধুরী  আনুষ্ঠানিক ভাবে বাংলায় নামফলক প্রাধান্য ( নামফলকের উপরে ৬০ ভাগ বাংলা) কর্মসুচীর উদ্বোধন করেন। আজ সকাল ১১ টায় চট্টগ্রামের এম.এ.আজিজ স্টেডিয়াম চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন।এসময় তিনি বলেন,”আজ মহান ভাষার মাসের প্রথম দিন।ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার অর্জন করেছি। সারা বিশ্বে আজ বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হয়।অথচ নিজ দেশে যদি আমরা বাংলা ভাষার যথাযথ মর্যাদা দিতে না পারি,তা আমাদের জন্য লজ্জাজনক।আমরা লক্ষ্য করছি,সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স গ্রহণের  শর্ত, দেশের প্রচলিত আইন ও সংবিধান লঙ্ঘন করে নগরীতে ইংরেজিতে সাইনবোর্ড লেখার প্রবণতা বাড়ছে।ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ হতে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে নগরবাসীকে ১ লা ফেব্রুয়ারির পূর্বে ইংরেজির পরিবর্তে বাংলা হরফে সাইনবোর্ড প্রতিস্থাপন করার অনুরোধ জানিয়েছিলাম।সে মোতাবেক  চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আজ হতে নগরীতে মাসব্যাপী অভিযান শুরু করলাম।প্রাথমিকভাবে সতর্ক করা ও সাইনবোর্ড কালি দিয়ে মুছে দেওয়া হবে।পরবর্তীতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।“

এ সময় উপস্হিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান,মুক্তিযোদ্ধা রাজা মিয়া,সাবেক এম পি মজাহারুল হক শাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহ আলম ভুইয়া,মুক্তিযোদ্ধা তৌহিদুল আলম কাজল,চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস মারুফা বেগম নেলি,   মশিউর রহমান খান,হাসান মারুফ রুমী,চসিক গনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী,   মহিন উদ্দিন,সফিউদ্দিন কবির আবিদ,  সিঞ্চন ভৌমিক, ডা, আর কে রুবেল,  হাসিনা আক্তার টুনু,সুযশময় চৌধুরী,আসমা আক্তার, কাজী রাজেস ইমরান,অপূর্ব নাথ,সুজাউদোলা বাবুল,দিলরুবা খানম ছুটি, ইনতেখাব সুমন, মুক্তিযোদ্ধা সন্তান মীর লবিব সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ প্রমুখ।উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমানের  নেতৃত্বে  ’বাংলা ভাষা প্রচলন উদ্যোগ’ গত একমাসব্যাপী নামফলকে বাংলা ভাষার প্রাধান্য আনার দাবিতে নানা কর্মসূচী পালন  করে আসছে।মাননীয় মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী সম্প্রতি  এ দাবির সাথে একাত্মতা পোষণ করে সিটি কর্পোরেশনের পক্ষ হতে মাসব্যাপী অভিযান পরিচালনার ঘোষণা দেন।