চলমান সংবাদ

পড়াশুনায় স্কুল পাস, ৭ বছর ধরে ডাক্তারের বেশে করেন অস্ত্রোপাচার

স্কুল পাস করেই বনে গেছেন এমবিবিএস ডাক্তার! করেন জটিল রোগের অস্ত্রোপাচার। তবে ৭ বছর ধরে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন রোগের প্রতারণামূলক চিকিৎসা দিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি ভুয়া ডাক্তার জালাল হোসেনের। আটকা পড়েছেন র‌্যাবের জালে। সোমবার (৩১ জানয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম নগরের বন্দর থানার কলসী দিঘীর পূর্বপাড় “আর কে ড্রাগ হাউস” নামে একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. জালাল হোসেন (৩৪) বাগেরহাটের মোড়েলগঞ্জ বারইখালী গ্রামের মো. রুহুল আমিন হাওলাদারের ছেলে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘বন্দর থানার কলসী দিঘীর পূর্বপাড় “আর কে ড্রাগ হাউস” নামের একটি দোকানের ভিতর কিছু ব্যক্তি ডাক্তারি প্যাড তৈরী করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি এসএসসি পাস করে জটিল রোগের চিকিৎসক হয়ে সার্জিক্যাল অপারেশন করে রোগীদের থেকে অবৈধভাবে টাকা আদায় করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
# ০১.০২.২০২২ চট্টগ্রাম #