চলমান সংবাদ

হন্ডুরাসে প্রথম নারী রাস্ট্রপতি নির্বাচিত হলেন বামপন্হী সিওমার ক্যাস্ট্রো

সাবেক ফাস্টলেডী ও বামপন্হী বিরোধী দলীয় নেত্রী সিওমার ক্যাস্ট্রো স্বামীর ক্ষমতা ত্যাগের প্রায় বারো বছর পর মধ্য আমেরিকার হন্ডুরাসে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ২০০৯ সালে তার স্বামী ম্যানুয়াল জিলায়া সেনাবাহিনীর উচ্চপদস্হ অফিসার ও ব্যবসায়ী সমর্থিত এক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদ হারান। গত রবিবার সন্ধ্যায় এক বক্তৃতায় বলেন, তার সরকার হবে সকল শক্তির পুনঃমিলনের॥ গনতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য তিনি কাজ করে যাবেন। ক্ষমতার কোন রকমের অপব্যবহার তিনি করবেন না বলে তিনি জনগণের কাছে প্রতিশ্রুতি জানিযেছেন।
– আন্তর্জাতিক ডেস্ক