চলমান সংবাদ

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার আর নেই প্রগতিশীল রাজনৈতিক মহলের শোক প্রকাশ।

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা উজ্জ্বল শিকদার (৪২) আর নেই। আজ রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে চট্টগ্রামের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

উজ্জ্বল শিকদার বাঁশখালীর বৈলছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হোন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন। জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর’র চট্টগ্রামের পদ্মকুঁড়ি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র রাজনীতি শেষ করে তিনি যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ যুব ইউনিয়নে যুক্ত হোন। সর্বশেষ তিনি যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি কৃষক শ্রমিক মেহনতী মানুষের মুক্তির সংগ্রাম এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ার স্বপ্নে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। কমরেড উজ্জ্বল শিকদার কমিউনিস্ট পার্টি কোতোয়ালী থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

কমরেড উজ্জ্বল শিকদারের মৃত্যুতে কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাইলাল দাশ, সাধারণ সম্পাদক শওকত আলী, যুব ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি হাফিজ আদনান রিয়াদ, সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া, দক্ষিণ জেলার সভাপতি সনত বড়ুয়া, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্তী, খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, সদস্য রোজী সেন, চট্টগ্রাম জেলার সভাপতি ড. গনেশ রায়, সাধারণ সম্পাদক এএসএম জাহিদ হোসেন, উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ, সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি জসীম চৌধুরী সবুজ, সাধারণ সম্পাদক অসীম দাশ, বোধন আবৃত্তি সংগঠন প্রনব চৌধুরী পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।

# ৩০/০১/২০২২, প্রেস বিজ্ঞপ্তি#