চলমান সংবাদ

চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের মায়ের মৃত্যু বিভিন্ন মহলের শোক, জানাযায় মানুষের ঢল

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম (৯০) আর নেই। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সোমবার বিকেলে বাদ আছর নগরের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে নগরীর আন্দরকিল্লা কদম মোবারক মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিন নগরের হলদিয়ার বদিউল আলম ও আছিয়া খাতুনের মেজ মেয়ে। তিনি ৬ পুত্র ৩ কন্যার জননী। আ জ ম নাছির উদ্দীন তাঁর চতুর্থ পুত্র। অল্প বয়সে স্বামীহারা এ মহীয়সী নারী পুত্র-কন্যাকে উচ্চশিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্ব পালন করেন। আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। প্রয়াতের জানাযায় অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, হুইপ শামসুল হক চৌধুরী, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আশেকউল্লাহ রফিক, নজরুল ইসলাম, নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। # ৩১.০১.২০২২ চট্টগ্রাম #