চলমান সংবাদ

করোনা টিকার সনদ ছাড়া খাবার বিক্রি, ৬ রেস্তোরাকে জরিমানা

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও সরকার ঘোষিত বিধিনিষেধ না মানা ও গ্রাহকদের টিকা সনদ না দেখে খাবার পরিবেশন করায় ৬ রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) নগরের নাসিরাবাদ ও লালদিঘী এলাকায় এসব রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ অভিযানে ২৯ হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়াও লালদিঘি ও আন্দরকিল্লা এলাকায় ফুটপাতে ব্যবসা করার দায়ে ৬ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় ও গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করার অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে সচেতন থাকতে তাদের সতর্ক করা হয়েছে। অভিযানে নাসিরাবাদের সুলতান ডাইনকে ১০ হাজার, তেরাকোটা রেস্টুরেন্টকে ৫ হাজার, হোয়াইট রেবিটকে ৫ হাজার, ক্রেবকে ৫ হাজার, লালদীঘির পাড় এলাকার নিউ মালঞ্চকে ২ হাজার ও পড়শী রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রাহকদের টিকা সনদ দেখা ও মাস্ক পরার বিষয় নিশ্চিত করার জন্য রেস্টুরেন্ট মালিকদের নিদর্শনা দেওয়া হয়। এ ছাড়া আন্দরকিল্লা এলাকায় ফুটপাতে ব্যবসা করার দায়ে ৬ জনকে জরিমানা করা হয়। অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিক’র কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুুলিশ।
# ২৩.০১.২০২২ চট্টগ্রাম #