চলমান সংবাদ

চট্টগ্রামে একদিনে করোনা শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রতিদিনই রোগী বাড়ছে, বাড়ছে শনাক্তের হারও। শিথিল বিধিনিষেধের কারণে সংক্রমণের এই ঊর্ধ্বগতি বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোববার (২৩ জানুয়ারি) সর্বশেষ প্রতিবেদনে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৫ পরীক্ষায় ১ হাজার ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৫ শতাংশ। চট্টগ্রামে গত ১০ দিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা সাত হাজার ২ শ’ ৩১ জন। এত দ্রুত রোগী বাড়তে আগে কখনও দেখা যায়নি। চিকিৎসকরা বলছেন, যত সংখ্যাক মানুষ আক্রান্ত তার চেয়ে অনেক কম সংখ্যক রোগী করোনা টেস্ট করছেন। অনেক রোগী টেস্টের বাইরে রয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লে শনাক্ত আরো বাড়বে। রোববার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন ৯ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। দুই হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। শনাক্তদের মধ্যে ৮২২ জন নগরের ও ২০৪ জন উপজেলার বাসিন্দা। এর আগের দিন শনিবারের প্রতিবেদনে ২ হাজার ৪২৩ নমুনায় শনাক্তের সংখ্যা ছিল ৭০৪। শনাক্তের হার ছিল ২৯.০৫ শতাংশ। গত শুক্রবার ৩ হাজার ৮০ নমুনায় ১ হাজার ১৭ জনের দেহে পাওয়া গিয়েছিল করোনাভাইরাস। শনাক্তের হার ছিল ৩০ দশমিক ১ শতাংশ। সরকারি হিসেবে এখন পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১১ হাজার ১২৩ জনে। এর মধ্যে ৮১ হাজার ১৮৪ জন নগরের এবং ২৯ হাজার ৯৩৯ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ৩৪৩ জন। এর মধ্যে ৭২৮ জন নগরের ও ৬১৫ জন উপজেলার বাসিন্দা।

# ২৩.০১.২০২২ চট্টগ্রাম