চলমান সংবাদ

‘উপাচার্যদের রাজনীতিবিদের মতো আচরণ অত্যন্ত নিন্দনীয়’

শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে উপার্যদের রাজনীতিবিদের মতো আচরণ ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে মনে করেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান৷ ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশোতে এই মন্তব্য করেন তিনি৷

টক শোর অপর অতিথি বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ শিক্ষকদের শিক্ষক হিসেবেই দেখতে চান৷ এই প্রসঙ্গে তার আশির দশকের ছাত্রাবস্থায় শিক্ষকদের অভিভাবকসুলভ আচরণের কথা উল্লেখ করেন রশীদ৷ তবে, বর্তমানে কলেজ-বিশ্ববিদ্যালয় মাস্তান তৈরির কারখানা হয়ে যাচ্ছে এবং মুক্ত চিন্তার সুযোগ নেই বলে মন্তব্য করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিএনপি দলীয় এই সংসদ সদস্য৷

প্রসঙ্গত, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করেছেন৷ এই পরিস্থিতিতে উপাচার্যের সরে যাওয়া উচিত বলে মনে করেন মো. হারুনুর রশীদ৷ উপাচার্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সচিব শহীদও৷

টক শোতে উঠে এসেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী ব়্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টিও৷ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ব়্যাবকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচসহ একাধিক মানবাধিকার সংগঠনের চিঠি দেওয়ার ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বৈদেশিক মুদ্রার আমদানিতে প্রভাব পড়বে বলে মনে করেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান৷ তবে আমেরিকার নিন্দা করতেও ছাড়েননি তিনি৷

বাংলাদেশ এই প্রস্তাবের কূটনৈতিক মোকাবেলা করবে বলেও জানান সাবেক সচিব৷ যদিও বিচারবহির্ভূত হত্যা, গুম, খুনসহ একাধিক অভিযোগে সরব হন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ৷ শহীদ খান বলেন, ‘‘প্রতিটি ক্রসফায়ারের তদন্ত হওয়া প্রয়োজন৷”

হারুনুর রশীদ জানান যে দীর্ঘদিন ধরে তার দলের নেতারা গুম হচ্ছেন৷ বাংলাদেশে একধরনের ভীতিকর অবস্থা বিরাজ করছে বলেও মনে করেন তিনি৷

অ্যামেরিকার চাপের ফলে খানিকটা হলেও নরম হয়েছে আওয়ামী লীগ, বিরোধীদের রাজনৈতিক সমাবেশে অলিখিত যে নিষেধাজ্ঞা ছিল, তা অনেকটা হলেও কমেছে৷ গত দুই মাসে ৩০-৩২টি সভা করেছে বিএনপি, এমনটাও মনে করেন এই রাজনীতিবিদ৷

ভিন্নমতকে চাপা দিতে ব়্যাবকে ব্যবহার করা হচ্ছে বলে তীব্র কটাক্ষ করেন রশীদ৷ খালেদা জিয়ার বয়স ৭৭, তবু তাকে দেশের বাইরে চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগ এনেছেন তিনি৷ শহীদ খান বলেন, ‘‘৪০১ ধারায় বাইরে গিয়ে চিকিৎসায় অনুমোদন রয়েছে৷”

সূত্রঃ ডয়চে ভেলে