চলমান সংবাদ

চবি-চমেকে অনলাইনে ক্লাস, পরীক্ষা সশরীরে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে চলমান পরীক্ষাগুলো সশরীরে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রাখা হবে। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সশরীরে বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। এ ছাড়া চলমান পরীক্ষাগুলো শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। এ ছাড়া গবেষণাকর্ম, দাফতরিক প্রয়োজনে এবং প্রথমবর্ষের ভর্তি সংক্রান্ত কাজে স্ব স্ব বিভাগের দায়িত্বে অফিস খোলা থাকবে। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে পারবেন। সীমিত পরিসরে অফিস খোলা থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের কারও মধ্যে করোনা উপসর্গ দেখা গেলে তিনি ছুটিতে থাকবেন। সব ধরনের জনসমাগম এ সময়ে নিষিদ্ধ। মনিরুল হাসান বলেন, সশরীরে ক্লাস বন্ধ থাকবে। সেশনজট নিরসনের জন্য অনলাইনে ক্লাস চলমান থাকবে। শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেনও চালু থাকবে। এছাড়া চলমান পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। কিন্তু যাদের পরীক্ষা শুরু হয়নি তাদের ব্যাপারে সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারির পরে হবে। ৫০ শতাংশ উপস্থিডুতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম চলবে। বাকি ৫০ শতাংশ ছুটিতে থাকবে। এভাবে পালাক্রমে চলবে। এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজেও সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস চলমান থাকবে। শনিবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আখতার। তিনি বলেন, শুক্রবার রাতে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে ক্লাস চললেও পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।
# ২২.০১.২০২২ চট্টগ্রাম #