চলমান সংবাদ

চট্টগ্রামে গণপরিবহনে যত সিট তত যাত্রী, বাড়ছে না ভাড়া

-চালক-হেলপারদের দ্রুত টিকার আওতায় আনতে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র করার দাবি

করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকাতে ১১ দফা নির্দেশনানুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর সরকারি সিদ্ধান্ত মানতে নারাজ চট্টগ্রামের গণপরিবহন মালিকরা। গণপরিবহনে অর্ধেক যাত্রীর পরিবর্তে যত সিট তত যাত্রী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। তবে কোনো অতিরিক্ত ভাড়া না নিয়ে আগের মতোই নির্ধারিত ভাড়া দিতে হবে যাত্রীদের। আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে এ নিয়ম চালু হবে চট্টগ্রাম মহানগরসহ সকল গণপরিবহনে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরের কদমতলী বিআরসিটি বাস টার্মিনাল এলাকায় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া করোনা বিস্থার ঠেকাতে পরিবহন শ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনার জন্য ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র করার দাবি জানানো হয়। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘যত সিট তত যাত্রী রেখে স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার থেকে সকল বাস ও গণপরিবহন চলবে। কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। এছাড়া বাসে প্রত্যেক যাত্রী ও চালক-হেলপারের মুখে মাস্ক বাধ্যতামূলক থাকতে হবে। গণপরিবহনে কোনো যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবে না। শনিবার থেকে আমাদের একটি মনিটরিং টিম কাজ করবে। তিনি আরও বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা করোনার বিধি-নিষেধ মেনে গণপরিবহন চালু রাখবো। আমরা চট্টগ্রাম সিভিল সার্জন, পুলিশ কমিশনারসহ সবাইকে লিখিতভাবে আবেদন জানাবো যেন সকল পরিবহন শ্রমিকরা টিকার আওতায় আসে। কারণ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল চালক ও হেলপারের টিকা দিয়ে দিতে হবে।’ চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান বলেন, ‘চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের মধ্যে অর্ধেকই টিকার আওতায় আসেনি। তাই আজকের সভায় আমাদের দাবি ছিল নগরের পাঁচটি স্পট- অক্সিজেন, বহদ্দারহাট, কদমতলী, অলংকার, মাদারবাড়ি বাস টার্মিনালে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র চালু করার। আমাদের পরিবহন শ্রমিকরা টিকার আওতায় আসলে করোনা মোকাবেলায় আমরা শতভাগ সরকারকে সহযোগিতা করবো। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দিন আহম্মদসহ চট্টগ্রামের পরিবহন নেতারা।
# ১৩.০১.২০২২ চট্টগ্রাম #