চলমান সংবাদ

মহাসড়কে যাত্রী বেশে সর্বস্ব লুটে নেয়া সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

মহাসড়কে মাইক্রোবাস নিয়ে যাত্রী এবং চালকের বেশে সর্বস্ব লুটে নেয়া সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগর গোয়েন্দা ও আকবর শাহ থানা পুলিশের অভিযানে নগরের আকবর শাহ থানার অলঙ্কার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহ আলম আকন (৩২), আবুল কালাম (৪৭), জাকির হোসেন সাঈদ (৩৬), মো. আল আমিন (২৯), মিজানুর রহমান (৫৩), নাহিদুল ইসলাম ওরফে হারুণ (৩১)। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে সিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. শামসুল আলম বলেন, তারা পেশাদার ছিনতাইকারী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে মাইক্রোবাস। ভেতরে বসা থাকে আরও কয়েকজন। গন্তব্যে পৌঁছাতে সাধারণ কেউ আরোহী হলে যাত্রী সেজে ভেতরে বসে থাকা ছিনতাইকারীরা তারা কেড়ে নেয় টাকা-মোবাইল, ব্যাংকের কার্ড। বিকাশ নম্বর থাকলে ট্রান্সফার করে নেয় টাকা। শুধু সম্পদ নয়, অনেকসময় কেড়ে নেয় প্রাণও। তিনি বলেন, এ চক্রটি গত ১৯ ডিসেম্বর হোসেন মাস্টার নামের এক প্রবাসীকে অলঙ্কার থেকে জোরারগঞ্জ নেওয়ার কথা বলে মাইক্রোবাসে তুলে নেয়। বিমানের টিকিট কিনতে নগরীর আগ্রাবাদে যাওয়ার কথা ছিল হোসেনের। গাড়িতে তুলে হোসেনের সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। কিছুক্ষণ তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারা এলাকায় রাস্তায় ফেলে দেয়। গুরুতর আহত হোসেনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ সংক্রান্ত দায়ের করা মামলার ছায়া তদন্তে নেমে চক্রের সদস্যদের শনাক্ত করে বুধবার (১৩ জানুয়ারি) রাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, চক্রে ১০ থেকে ১২ জন সদস্য আছে। বাড়ি বরিশাল, বরগুনা ও ঢাকার কেরানিগঞ্জে। তারা ছিনতাই-ডাকাতির উদ্দেশে ঢাকায় এসে মিলিত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস নিয়ে ঘোরাঘুরি করে। যাত্রী তুলে জিম্মি করে ছিনতাই করে।

# ১৩.০১.২০২২ চট্টগ্রাম #