চলমান সংবাদ

চট্টগ্রামে ফার্নিচারের দোকানে আগুন, দুইজনের মৃত্যু

নগরীর পাহাড়তলী এলাকায় একটি ফার্নিচারের গুদামে আগুন লেগে ২ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর পাহাড়তলী থানার কর্নেল জোন্স সড়কে পিটুপি ফার্নিচার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে পোড়া দু’জনের মৃতদেহ উদ্ধার করেন। নিহত দুজন ওই কারখানার কর্মী বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার সময় ভেতরে শ্রমিকেরা কাজ করছিলেন। পরে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলে সেখান থেকে দগ্ধ অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। সামনের দিকে প্রতিষ্ঠানটির কারখানা, পেছনে গুদাম। কারখানায় আগুনের সূত্রপাত হয়, পরে তা গুদামেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটা ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো পর্যন্ত (সন্ধ্যা ৭ টা) আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কারখানায় রঙ-স্পিরিট, কাঠসহ বিভিন্ন দাহ্য রাসায়নিক এবং কাঠে আগুন লাগতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ বলেন, ফার্নিচারের কারখানা ও গুদাম একসঙ্গে আছে। সেখানে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করে। পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে আছেন। দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা পুরোপুরি দগ্ধ হওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
# ১০.০১.২০২২ চট্টগ্রাম #