চলমান সংবাদ

বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্র চেয়েছিলেন, শোষকের নয়- ড. অনুপম সেন

‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: তাৎপর্য’ শীর্ষক সেমিনারে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রখ্যাত সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বঙ্গবন্ধু সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয়, কারণ বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা এনে দিয়েছেন। ১৯৪৮ সালে যখন বাংলা ভাষার ওপর আঘাত এসেছিল, তখনই বঙ্গবন্ধু বুঝেছিলেন বাঙালির স্বাধীনতা ছাড়া পথ নেই। তিনি ভাষা সংগ্রাম পরিষদ করলেন। সেই থেকে জেল জীবন শুরু। ১৩ বছর তিনি জেলে ছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ পেলাম, বাঙালি পেল প্রথম সংবিধান। বঙ্গবন্ধু একটি যুদ্ধ বিধস্ত দেশ পেয়েছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন এমন একটি দেশ, সেটি কারো কাছে মাথা নোয়াবে না। যুদ্ধ বিধস্ত দেশ, বিশ্ব জুড়ে মন্দা, সে অবস্থায় বঙ্গবন্ধু যাত্রা শুরু করেছিলেন। তিনি চেয়েছিলেন, দেশটি যেন স্বয়ংসম্পূর্ণ হয়। বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্র চেয়েছিলেন শোষকের নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো ইসমাইল খান বলেন, হাজার বছরে বাঙালির সবচেয়ে বড় অর্জন বাঙালির নিজেদের একটা দেশ- বাংলাদেশ। পরাধীন বাঙালি হাজার বছর ধওেন যেন মুক্তির এক বাসনায় ছিল। সেটা সবসময় অঙ্কুরেই ভেসে গিয়েছে। কিন্তু একজন নেতা বাঙালির অন্তর আত্মাকে বুঝতে পেরেছিলেন। বাঙালির চাওয়া পাওয়া আত্মস্ত করে সুপ্ত আকাঙ্খাকে জাগিয়ে তুলতে পেরেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. বিদ্যুৎ বড়–য়ার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ড. মনোয়ারুল হক শামীম। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন, উপ কলেজ পরিদর্শক ডা. আইরীন সুলতানা, বিআইটিআইডির উপ-পরিচালক ডা. বখতিয়ার আলম।
# ১০.০১.২০২২ চট্টগ্রাম #