চলমান সংবাদ

প্রশিক্ষণ সফর শেষে ফিরল যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ’

শ্রীলঙ্কা ও মালদ্বীপে প্রশিক্ষণ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ’। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে জাহাজটি চট্টগ্রামে নৌবাহিনীর জেটিতে এসে পৌঁছায়। রীতি অনুযায়ী নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মধ্য দিয়ে জাহাজটিকে স্বাগত জানায়। এ সময় নৌবাহিনীর ঈসা খান ঘাঁটির পদস্থ কর্মকর্তা ও নাবিকরা ছিলেন। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৪ ডিসেম্বর জাহাজটি প্রশিক্ষণ সফরের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন। অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামানের নেতৃত্বে জাহাজে ২৭ জন কর্মকর্তাসহ ২৪৮ জন নৌ সদস্য ছিলেন। দুই দেশে প্রশিক্ষণ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক জোরদার হবে বলে আশাবাদের কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
# ০৫.০১.২০২২ চট্টগ্রাম #