চলমান সংবাদ

চট্টগ্রামে ট্রাফিক সেবা সপ্তাহ শুরু

‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন’ এই স্লোগানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘ট্রাফিক সেবা সপ্তাহ ২০২২’ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। মঙ্গলবার (৪ জানুয়ারি) নগরের জিইসি মোড়ের জিইসি কনভেনশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। উদ্বোধন শেষে সিএমপি কমিশনার ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় রেজিস্ট্রেশন হওয়া সিএনজি অটোরিকশাগুলোতে কিউআর কোড সম্বলিত স্টিকার লাগানোর আনুষ্ঠানিক কাজের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারদের নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে ভেরিফাইড কাজ শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে বার হাজার গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সকল সিএনজি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। মালিক ও ড্রাইভারদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা কিউআর কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে। তিনি আরো বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় এখনই প্রস্তুতি নিতে হবে। পরিবহন সেক্টরকে সচেতন করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এ কাজ আরও বেগবান করা হবে। ট্রাফিক সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-কমিশনার ট্রাফিক (উত্তর) জয়নাল আবেদীন, উপ-কমিশনার ট্রাফিক বন্দর শাকিলা সুলতানাসহ নগর পুলিশের উর্ধ্বতন। উল্লেখ্য ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় এখন পর্যন্ত নগরীর প্রায় সাড়ে বার হাজার গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। নিরাপদ সড়ক গড়ে তোলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে নগরীর সকল সিএনজিচালিত গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে।
# ০৪.০১.২০২২ চট্টগ্রাম #