চলমান সংবাদ

চট্টগ্রাম ৩ উপজেলার ২৪ ইউনিয়নে নির্বাচন কাল

পঞ্চম দফা ইনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী উপজেলার ২৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার (৫ ডিসেম্বর)। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামের ২৪টি ইউনিয়নে পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে নির্বাচনী কেন্দ্রে গতকাল মঙ্গলবার বিকেলের মধ্যেই নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। তবে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, ‘পঞ্চম ধাপে চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার ২৪, খাগড়াছড়ির ৫ ও বান্দরবানের ৩ ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ ও বোয়ালখালীর অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রাণপণ লড়াই চালাচ্ছেন। এ কারণে ভোটারদের মাঝে শঙ্কা বিরাজ করছে। তবে সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে একজন অস্ত্রসহ পুলিশ অফিসার, অস্ত্রসহ চারজন কনস্টেবল, অস্ত্রসহ একজন আনসার, অস্ত্রসহ একজন এপিসি আনসার, আনসার ভিডিপির আটজন পুরুষ ও সাতজন নারী সদস্যসহ ২২ জন করে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়নে দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স। আশা করছি আগের নির্বাচনগুলোর মতো এ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘেœ করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের তিনটি উপজেলায় ২৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২০টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২৭টি বুথে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন। এর মধ্যে আনোয়ার উপজেলার ১০ ইউনিয়নে ৯২টি কেন্দ্রে ভোটার ১ লাখ ৯৫ হাজার ৪৫০ জন। এতে নারী ভোটার ৯২ হাজার ৪৫৯ এবং পুরুষ ১ লাখ ২৯১ জন। বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়নে ৬৫টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ১৮ জন। এতে পুরুষ ৬০ হাজার ২০ জন এবং নারী ৫৪ হাজার ৯৯৮ জন। চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩টি ভোটার ৯৭ হাজার ৮১৫ জন। এতে পুরুষ ভোটার ৫১ হাজার ৫১৫ এবং নারী ৪৬ হাজার ৩০০ জন। চট্টগ্রামে আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, বটতলীতে এম এ মান্নান চৌধুরী, বারখাইনে হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। অন্য যেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেগুলো হলো-বারশত, রায়পুর, বরুমছড়া, আনোয়ারা সদর, পরৈকোড়া ও হাইলধর ইউনিয়ন। মামলার কারণে ১১ নম্বর জুইদন্ডী ইউপি নির্বাচন হচ্ছে না। এছাড়া চন্দনাইশ উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে জোয়ারা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমিন আহমেদ চৌধুরী রোকন। অন্য যেসব ইউনিয়নে চেয়ারম্যন পদে নির্বাচন হচ্ছে সেগুলো হলো-কাঞ্চনাবাদ, বরকল, বরমা, বৈলতলী, হাসিমপুর, খোপাছড়ি ও সাতবাড়িয়া। বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো-শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, শ্রীপুর-খরন্দ্বীপ, আমুচিয়া, করলডেঙ্গা ও চরণদ্বীপ। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলার ৫ ইউনিয়নে নির্বাচন হচ্ছে। ইউনিয়নগুলো হলো-খাগড়াছড়ি সদর ইউনিয়ন, কমলছড়ি, গোলাবাড়ি, পেরাছড়া ও ভাইবোনছড়া। একইভাবে বান্দরবান জেলার ৩ ইউনিয়নে নির্বাচন হচ্ছে। ইউনিয়নগুলো হলো-কুহালং, সুয়ালক ও টংকাবতী।
# ০৪.০১.২০২২ চট্টগ্রাম #