চলমান সংবাদ

চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক’র মামলা

জ্ঞাত আয়বহির্ভূত কোটি টাকার সম্পদ আয়ের প্রমাণ পেয়ে চট্টগ্রাম বন্দরের সাবেক সহকারী হারবার মাস্টার আমান উল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক’র সহকারী পরিচালক ফজলুল বারী সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলাটি করেন। মঙ্গলবার তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অবৈধভাবে এক কোটি ৫ লাখ ৩১ হাজার ৬৯৩ টাকা আয়ের অভিযোগে আমান উল্লাহ ও তার স্ত্রী দিলোয়ারা বেগমের বিরুদ্ধে মামলা করা হয়। চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এজাহারে আমানত উল্লাহর বিরুদ্ধে ৪৫ লাখ ৫৫ হাজার ৮৩০ টাকা এবং তার স্ত্রীর বিরু“দ্ধে ৫৯ লাখ ৭৫ হাজার ৮৬৩ টাকা অবৈধভাবে আয়ের অভিযোগ আনা হয়।’

# ০৪.০১.২০২২ চট্টগ্রাম #