চলমান সংবাদ

দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ডান হাত হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে জাহাজ ভাঙা শ্রমিক আবু বকর

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবির হাটে অবস্থিত কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডে কর্মরত অবস্থায় আবু বকর নামের একজন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত আবু বকর একজন কাটারম্যান । তার বয়স ৪২ বৎসর।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ২৮ ডিসেম্বর রাত্রে কাজ করা সময়  আবু বকরের ডান হাতে একটা বড় লোহার প্লেট পতিত হলে তার ডান হাত সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কর্তব্যরত  চিকিৎসকের পরামর্শে তার ডান হাত কনুই থেকে কেটে ফেলতে হয়েছে।ডান হারিয়ে আবু বকর পঙ্গু হয়ে বর্তমানে কঠিন ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

উল্লেখ্য এবছর মোট ৪৬টি  দুর্ঘটনায় ১২ জন শ্রমিক নিহত এবং ৩৮ জনের বেশি শ্রমিক মারাত্মকভাবে আহত হন। আহতদের বেশিরভাগ শ্রমিক স্থায়ীভাবে অথবা আংশিক পঙ্গু হয়ে গেছে।  আহত বা পঙ্গু শ্রমিকেরা শ্রম আইন অনুযায়ী মালিক থেকে যথাযথ চিকিৎসা খরচ, সবেতন ছুটি এবং ক্ষতিপূরন ইত্যাদি আদৌ পায় কিনা সেব্যপারে কোন সুনির্দিষ্ট তথ্য কারও কাছে জানা নাই।

# ০১/০১/২০২১, সীতাকুন্ড, চট্টগ্রাম #