চলমান সংবাদ

ক্যাশ সার্ভার স্থানান্তরের সিদ্ধান্তে ইন্টারনেটের গতি কমার আশংকা

ইন্টারনেট।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশে শুক্রবার থেকে স্থানীয় পর্যায়ের ইন্টারনেট সেবাদাতাদের ক্যাশ সার্ভার স্থানান্তরের কথা রয়েছে।

এর ফলে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকের ভিডিও দেখার ক্ষেত্রে ধীরগতির শিকার হবেন বলে আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা।

এমন সিদ্ধান্তের ফলে ইন্টারনেট খরচও কিছুটা বেড়ে যাবে বলে তাদের আশঙ্কা।

এ কারণে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যমাত্রার সাথে এই সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলে মনে করছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বা আইএসপিগুলো।

তবে বিটিআরসি বলছে এতে ইন্টারনেট সেবার মানে কোন ব্যত্যয় হবে না।

# ১/১/২০২২, চট্টগ্রাম #