চলমান সংবাদ

চট্টগ্রামে চা বাগানের অভিযানে র‌্যাবের ওপর মাদক কারবারিদের হামলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি চা বাগানে মাদক কারখানা ধ্বংসের অভিযানে র‌্যাব সদস্যদের ওপর ‘মাদক কারবারীদের’ হামলার ঘটনা ঘটেছে। হামলায় বাহিনীর দুই কর্মকর্তা আহত হয়েছেন। এসময় মাদক কারবারিরা র‌্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ও অস্ত্র ছিনিয়ে নেয় এবং গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে র‌্যাব সদস্যরা গুলি চালান। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া চা বাগানে এ ঘটনা ঘটে। র‌্যাব জানিয়েছে, হামলায় চা বাগানের শ্রমিকরা জড়িত নন, মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহত দুই র‌্যাব সদস্য হলেন- র‌্যাব চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল (৩০) এবং উপ-সহকারী পরিচালক আব্দুস সামাদ (৪২)। এছাড়া মনতোষ (৫৫) নামে বারমাসিয়া চা বাগানের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহত নিয়াজকে মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সামাদ চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত মনতোষ স্থানীয়ভাবে চিকিৎসাধীন। র‌্যাব চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ বলেন, বাগান এলাকায় কিছু মাদক কারবারী চোলাই মদ তৈরি ও বিক্রি করছিল এমন অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। চোলাই মদের কয়েকটি কারখানা ধ্বংস করে ফেরার পথে মাদক কারবারীরা জড়ো হয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলায় চালায়। লাঠিসোঠা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণের পর র‌্যাবের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে র‌্যাব সদস্যরা শটগানের গুলি ছোঁড়েন। আমাদের দু’জন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার সঙ্গে চা শ্রমিকরা জড়িত ছিল না। শ্রমিকদের আড়ালে সেখানে কিছু লোক চোলাই মদ তৈরি ও বিক্রি করে। থার্টি ফার্স্ট ডিসেম্বরকে কেন্দ্র করে তারা মদ মজুদ করছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। হামলার ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেয়া অস্ত্র পরে পাওয়া গেছে। মাদক কারবারীদের হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে র‌্যাব সদস্যরা শটগানের গুলিবর্ষণ করেন। খবর পেয়ে ভুজপুর থানা থেকে পুলিশও দ্রুত ঘটনাস্থলে যায়। ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী জানান, এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
# ২৮.১২.২০২১ চট্টগ্রাম #