চলমান সংবাদ

সিএমপি’র ‘আমার গাড়ি নিরাপদ’ নিবন্ধন করলেই পুরস্কার দিবে বিদ্যানন্দ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র উদ্যোগে ‘আমার গাড়ি নিরাপদ’ আওতায় নিবন্ধনকৃত গাড়ির মালিক ও চালকদের পুরস্কৃত করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে দেশের শীর্ষ স্থানীয় এই স্বেচ্ছাসেবী সংগঠন নগরের জিইসি মোড় ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আমরা এ পর্যন্ত প্রায় ৭ হাজারের মতো গাড়িকে নিবন্ধনের প্রক্রিয়ায় নিয়েছি। এটি একটি বৃহৎ চলমান কার্যক্রম। ভবিষ্যতে আমরা পণ্য পরিবহণ সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদেরকেও এর আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছি। সিএমপি ট্রাফিক আইন প্রয়োগের প্রায়োগিক, আইনগত ও প্রশাসনিক দিকসমূহ বিশ্লেষণপূর্বক ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমকে সফল করে সুষ্ঠুভাবে নগরবাসীর জন্য অধিকতর সহযোগিতা আহ্বান করেন তিনি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল বলেন, ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমের আওতায় যতো গাড়ির চালক এবং মালিকপক্ষ নিবন্ধিত করবেন বিদ্যানন্দ তাদের সকলকে উৎসাহ ও অনুপ্রেরণার জন্যে উপহার সামগ্রীর মাধ্যমে সম্মানিত করার চেষ্টা করে যাবে সবসময়। # ২৬.১২.২০২১ চট্টগ্রাম #