চলমান সংবাদ

অপহরণ মামলায় ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

চট্টগ্রামের আনোয়ারায় ডিবি সদস্য পরিচয়ে একজনকে তুলে নিয়ে টাকা আদায়ের মামলায় ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে সিএমপি কমিশনারের দেহরক্ষীসহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন আদালত। রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন। আদালত তাদের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ (২৬ জানুয়ারি) পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। এরআগে গত ৪ ডিসেম্বর ওই ছয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। অভিযুক্ত ছয় পুলিশ সদস্য হলেন- নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের দেহরক্ষী কনস্টেবল মোরশেদ বিল্লাহ, তৎকালীন উপ-কমিশনার গোয়েন্দা (পশ্চিম) মনজুর মোরশেদের দেহরক্ষী কনস্টেবল মো. মাসুদ, রিজার্ভ ফোর্স অফিসে কর্মরত কনস্টেবল শাকিল খান ও এস্কান্দর হোসেন, কম্পিউটার অপারেটর কনস্টেবল মনিরুল ইসলাম ও নগর গোয়েন্দা পুলিশ (উত্তর) কর্মরত কনস্টেবল আবদুল নবী। তারা কারাগারে যাওয়ার পর বর্তমানে জামিনে রয়েছেন। আদালত সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ গ্রাম থেকে পুলিশ পরিচয়ে ডিবি লেখা জ্যাকেট পরে ব্যবসায়ী আবদুল মান্নানকে তুলে নিয়ে যায় ৮ তরুণ। পরে ওই তরুণরা আবদুল মান্নানকে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় নিয়ে আটকে রাখে। এসময় আবদুল মান্নানের বিরুদ্ধে থানায় অসংখ্য অভিযোগ রয়েছে জানিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই ৮ তরুণ। পরবর্তীতে তাদের ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হলে তারা তাকে ছেড়ে দেয়। পরে পুলিশ সদস্য পরিচয়ে অপহরণ এবং মুক্তিপণের অভিযোগে গত ৭ ফেব্রুয়ারি আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন আবদুল মান্নান। মামলার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে পুলিশ এ ঘটনার সঙ্গে ৬ পুলিশ কনস্টেবলের সম্পৃক্ততা পায়। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
# ২৬.১২.২০২১ চট্টগ্রাম #