চলমান সংবাদ

বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধনে ধীরগতিতে মেয়রের অসন্তোষ

নগরের দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন কাজের ধীরগতিতে অসন্তোষ জানিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। বুধবার (২২ ডিসেম্বর) প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি অসন্তোষের কথা জানান। এ সময় মেয়র বলেন, চট্টগ্রাম হচ্ছে প্রকৃতির অনন্য সৃষ্টি। প্রকৃতিকন্যা চট্টগ্রামের উন্মুক্ত উদ্যান, সড়ক, ফুটপাত, মিডআইল্যান্ড ও গোলচত্ত্বরগুলোকে সুশোভিত উপস্থাপনের জন্য হাতে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধন প্রকল্প। প্রকৃতির সঙ্গে সমন্বয় রেখে সৌন্দর্যবর্ধন কাজ করতে হবে। এজন্য প্রয়োজন সৃজনশীলতা ও বৈচিত্র্যময় চিন্তা-চেতনার। এসব প্রকল্পের মাধ্যমে নগরকে নান্দনিক ও সবুজায়ন করে চিরচেনা রূপে ফিরিয়ে আনতে হবে এবং ঐতিহ্যবহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করতে হবে। তিনি দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে নির্দেশনা দেন। এ সময় চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। # ২২.১২.২০২১ চট্টগ্রাম #