চলমান সংবাদ

শ্রদ্ধা-ভালোবাসায় চট্টল বীর মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ মাটি ও মানুষের নেতা ছিলেন মহিউদ্দিন চৌধুরী- হানিফ

 ফুলেল শ্রদ্ধা, ভালোবাসায় বর্ষিয়াণ রাজনীতিক চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরীর চশমা হিল জামে মসজিদ কবরস্থানে প্রয়াতের কবরে পুষ্পস্তবক অর্পন, দোয়া,মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সংশ্লিষ্ট অঙ্গসহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন দোয়া মোনাজাত,মিলাদ মাহফিল,খতমে কোরাণ ও আলোচনা সভার আয়োজন করে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী মাটি ও মানুষের নেতা ছিলেন। জনগণকে ভালবাসতেন। তাদের আশা আকাঙ্খার কথা জানতেন, সবচেয়ে বেশি জানতেন চট্টগ্রামের স্বার্থ অধিরক্ষা করা। তিনি ছিলেন একজন আপাদমস্তক সৃজনশীল রাজনীতিক। মৃত্যুর পরও তিনি মহীয়ান। তিনি জীবদ্দশায় একজন কর্মীবান্ধব নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ও প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, মার্কিন সা¤্রাজ্যবাদ পুরনো খেলায় মেতে উঠেছে। আমাদের পুলিশ বাহিনীর ৭জন উর্ধ্বতন কর্মকর্তাকে ভুল অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তাদের দেশ সফরে যে নিষেধাজ্ঞা জারী করেছে তা নিন্দনীয়। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রেই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত দ-প্রাপ্ত ফাঁসির আসামিরা আশ্রয় নিয়েছে। এতেই প্রমাণিত হয়, বর্তমান সরকারের উন্নয়ন অভিযাত্রায় ঈর্ষান্বীত হয়ে ৭১ ও ৭৫ এর ঘাতক চক্র এবং স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের অপকৌশলের অংশ হিসেবে প্রতীয়মান হচ্ছে। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী ব্যক্তি নয়, প্রতিষ্ঠান। তিনি আমাদেরকে আমৃত্যু সাহস যুগিয়েছেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। তিনি চট্টগ্রামকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নগুলো ধাপে ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করতে যাচ্ছেন। তাই মহিউদ্দিন ভাই আমাদের স্বপ্ন, আশা-আকাঙ্খা ও প্রেরণার উৎস। মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ। এর আগে সকালে চশমা মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রয়াতের কবরে শ্রদ্ধানিবেদন করে বিশেষ মুনাজাত শেষে নেতৃবৃন্দ প্রয়াতের পরিবার এবং প্রয়াত নেতার সহধর্মীনি হাসিনা মহিউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। ###