চলমান সংবাদ

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার রাত থেকে সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত নগরীর বায়েজিদ, পতেঙ্গা, হাটহাজারী ও ফটিকছড়িতে এসব দুর্ঘটনা ঘটে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় মিনিট্রাকের ধাক্কায় মোহাম্মদ আরাফাত (১২) নামে এক শিশু মারা গেছে। নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মোক্তার হোসেন বলেন, হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া ইজতেমা মাঠের সামনে রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মারা যায়। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এদিকে রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর বায়েজীদের অক্সিজেন রেলক্রসিং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এনায়েত উল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত এনায়েত উল্লাহ হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকার নাজিম উদ্দীনের ছেলে। পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে নগরীর পতেঙ্গা সৈকতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় জান্নাত নামে চার বছর বয়সী এক শিশু রোববার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত শিশু জান্নাত পতেঙ্গা থানার স্টিল মিল খেজুরতলা এলাকার মো. জসিমের মেয়ে। পতেঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, রোববার বিকেলে জান্নাত মা-বাবার সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে যায়। সৈকতের ওয়াকওয়েতে পেছন থেকে এসে একটি দ্রুতগামী মোটর সাইকেল জান্নাতকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় জান্নাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেল চালক মেহেদী হাসানকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়িতে জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত মোহাম্মদ ইয়াছিন (১৭) গতকাল সোমবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ইয়াছিন ভুজপুর ইউনিয়নের পশ্চিম ভুজপুর মাওলানা জালাল উদ্দিনের বাড়ির বাসিন্দা মো. মাহফুজের ছেলে। নিহতের ভাই জমির জানান, মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে তার ভাই ঘুরতে বেরিয়েছিল। রাস্তায় হঠাৎ জিপ এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার ভাইসহ তিন বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন মারা যায়।
# ১৩.১২.২০২১ চট্টগ্রাম #