চলমান সংবাদ

ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে চট্টগ্রামেও মামলার আদেবন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পদ হারানো প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে চট্টগ্রামেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি হবে আগামী ১৫ ডিসেম্বর। প্রধান আসামির ঠিকানা চট্টগ্রামের বাইরে হওয়ায় আবেদনটি কতটুকু গ্রহণযোগ্য তার মতামত চাওয়া হয়েছে জেলা ও মহানগর পিপির কাছে। তাদের মতামতের ওপর ভিত্তি করে আগামী ১৫ ডিসেম্বর মামলার গ্রহণযোগ্যতার ওপর শনানির দিন নির্ধারণ করেছেন আদালত। রবিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এ আবেদন করা হয়। ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ এস.কে.এম. তোফায়েল হাসান মামলাটি আদেশের জন্য অপেক্ষমান রেখে বিকেলে এই নির্দেশনা দেন। মামলাটির আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রাম ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এসএম বদরুল আনোয়ার। বাদীর আইনজীবী মো. এনামুল হক বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান, তার কন্যা জাইমা রহমানসহ জিয়া পরিবারের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়ে তারা সম্মানহানি করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩০ ও ৩১ ধারায় আদালতে অভিযোগ আনা হয়েছে। একই মামলায় বিবাদী করা হয়েছে মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল নামে একজনকে। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার এটিএম আবুল কাশেমের ছেলে। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। আদালত আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে আগামী ১৫ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন। পাশপাশি জেলা ও মহানগর পিপির কাছে মতামত চাওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, গত ১ ডিস্মেবর আসামিদ্বয় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সামাজিক ও ব্যক্তিগত ভাবে অপমান অপদস্ত ও হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীলভাবে এবং নারীবিদ্বেষী ভিডিওটি প্রকাশ ও প্রচার করেছেন। যাহা সার্বিকভাবে জিয়া পরিবারের সদস্যদের সাথে সাথে সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর এবং অপমানজনক। শিষ্টাচার বহির্ভূত এই ভিডিওটি দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা বিদ্বেষ অস্থিরতা সৃষ্টি করেছে। দেশের আপামর সর্বস্তরের জনসাধারণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যাহার ফলে দেশে ব্যাপক আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
# ১২.১২.২০২১ চট্টগ্রাম #