চলমান সংবাদ

প্রাণ-প্রকৃতি রক্ষায় সিআরবিতে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

চট্টগ্রামের ফুসফুসখ্যাত প্রাণ-প্রকৃতিতে ভরপুর সিআরবি রক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে গানের দল সমগীত। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিআরবি সাত রাস্তার মোড়ে ‘গানে প্রাণে’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন। ‘পৃথিবীর নদী, বন কিংবা পাহাড়, মানুষ মালিক নয়, বন্ধু তাহার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রাণ-প্রকৃতি বিষয়ক একক গান পরিবেশন করেন আরিফ আব্দুল্লাহ, স্বাক্ষর শুভ, তানজিনা চৌধুরী মুনা, শম্পা ভট্টাচার্য্য পরিবেশন করেন। সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতি নিয়ে মুকাভিনয় শিল্পী রিজোয়ান রাজনের পরিবেশনা ছিল ‘অনিল কাকা’ ছিল অনুষ্ঠানের অত্যতম আকর্ষণ। অনুষ্ঠানে আবৃত্তি করেন কামরুন রেখা। সমগীত চট্টগ্রামের সংগঠক রনি ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকৃতি, মাটি ও মানুষের জন্য গান পরিবেশন করেন ঢাকা থেকে আসা গানের দল সমগীত ও গণসংগীত শিল্পী কফিল আহমেদ। অনুষ্ঠানে ‘সিআরবি রক্ষা মঞ্চ’ এর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
# ১২.১২.২০২১ চট্টগ্রাম #