চলমান সংবাদ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রমা আবৃত্তি সংগঠনের প্রয়োজনা ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ শীর্ষক পরিবেশনা মঞ্চস্থ হয়েছে।

 প্রমা আবৃত্তি সংগঠনের প্রয়োজনা ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ শীর্ষক পরিবেশনা মঞ্চস্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় প্রযোজনাটি মঞ্চস্থ হয়। ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকি তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’ গানের সাথে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রযোজনা। পরিবেশনায় নাচে অংশ নেয় প্রমা অবন্তী ও তার দল। ২৫ মার্চ কালো রাতে ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এগিয়ে যায় পরিবেশনা। ঘটনা পরম্পরায় শহীদ আজাদ ও শহীদ রুমির আত্মদান উদ্বৃত হয়। উঠে আসে শহীদ আজাদের মা’র ত্যাগের ঘটনা প্রবাহ। দুই শহীদের ঘটনাকে উপজীব্য করে এগিয়ে যায় একাত্তরের দিনগুলি। ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ গানের সাথে প্রমা অবন্তির দলের নাচ নজর কেড়েছে দর্শকদের। জজ হ্যারিসনের ‘বাংলাদেশ’ এবং মৌসুমি ভৌমিকের কণ্ঠে ‘যশোর রোড’ গানের সাথে ব্যাক গ্রাউন্ডে ভেসে উঠে একাত্তরে যশোর রোডের দৃশ্যপট ও শরনার্থী শিবিরের ছবি। প্রয়োজনায় অংশ নেন প্রমা আবৃত্তি সংগঠনের মঞ্জুর মুন্না, এটিএম সাইফুর রহমান, নাজমুল আলিম সাদেকী, মামুরা মমতাজ দীপা, আচরারুল হক, ফাহিম উদ্দিন শাওন, মৌসুমি চক্রবর্তী, আফসানা ফাইরুজ, তানজীয়া নওরিন, তন্বী দাশসহ অন্যান্যরা। পরিবেশনায় আলোকসজ্জা করেন বাপ্পা চৌধুরী এবং আবহ সঙ্গীতে ছিলেন সৃজন ও রনি। লিটন নন্দীর কণ্ঠে ‘দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়’ গানের মধ্যে দিয়ে শেষ হয় পরিবেশনা। #