চলমান সংবাদ

চট্টগ্রামে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া শনিবার (১১ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। তবে কিছু শর্ত মেনে শিক্ষার্থীরা এ সুবিধা পাচ্ছেন। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে হাফ ভাড়া দিতে পারছেন। শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি তদারকি করছেন সংশ্লিষ্ট এলাকার পরিবহন নেতারা। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যাতে কোনো ধরনের বাকবিতন্ডায় না জড়ায় সেজন্য চালক-সহযোগীদের সতর্ক করে দিয়েছেন গণপরিবহন মালিকেরা। শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরিহিত শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে দেখা যায়। হাফ ভাড়া আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আজ থেকে হাফ ভাড়া চালু হয়েছে। যদিও আমাদের দাবি শুধুমাত্র নগরকেন্দ্রিক ছিল না। দেশের সব শিক্ষার্থী যেন এ সুবিধার আওতায় আসে সেটাই আমাদের দাবি ছিল। তাই কোনো ধরনের বৈষম্য ছাড়া চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় হাফ পাস বাস্তবায়নের দাবি জানাচ্ছি। অন্দোলনের অন্যতম সংগঠক সাইফুর রুদ্র বলেন, মালিক সমিতির সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের দাবি ছিল সরকারের কাছে সারাদেশে প্রজ্ঞাপন জারি করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর করা। ফলে সরকারের কাছে আমরা আন্দোলনকর্মীরা ৯ দফা দাবি অবিলম্বে মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির অনুরোধ করছি। চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘গণপরিবহনে আজ (শনিবার) থেকে সব শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারছে। তবে শিক্ষার্থীদের অবশ্যই ছবিযুক্ত নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর হবে। সরকারি, সাপ্তাহিক ছুটি ও শিক্ষার্থীদের মৌসুমী ছুটির সময় হাফভাড়া কার্যকর হবে না। হাফভাড়া শুধুমাত্র চট্টগ্রাম মহানগরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কোনো শিক্ষার্থী যেন বাস চালক বা হেলপারের সঙ্গে বাক-বিতন্ডায় না জড়ান সে অনুরোধ করেন তিনি। ছাত্র-ছাত্রীদের কোনো অভিযোগ থাকলে সমিতির কাছে জানালে আমরাই তা সমাধান করব। এর আগে গত রোববার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ চট্টগ্রাম মহানগরসহ দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়া কার্যকরের বিষয়টি ঘোষণা দেন। তিনি বলেছিলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফভাড়া কার্যকর হবে। সরকারি, সাপ্তাহিক ছুটি ও শিক্ষার্থীদের মৌসুমী ছুটির সময় হাফভাড়া কার্যকর হবে না। হাফভাড়া শুধুমাত্র চট্টগ্রাম মহানগরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে হাফ ভাড়া চালু হবে।
# ১১.১২.২০২১ চট্টগ্রাম #