চলমান সংবাদ

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

-সাড়ে ১৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল

চট্টগ্রামে শুরু হয়েছে চারদিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১। নগরী এবং জেলায় মোট প্রায় সাড়ে ১৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এবারের ক্যাম্পেইনে চট্টগ্রামের ১৫ উপজেলায় ৭ লাখ ৯৫ হাজার ৭২ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বছর বয়সী ৯০ হাজার ১৯০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৪ হাজার ৮৮২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুুল খাওয়ানো হবে। নগরীর ৪১ ওয়ার্ডের স্থায়ী ও অস্থায়ী ১ হাজার ২৮৮ কেন্দ্রে ৫ লাখ ৩২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে ৬-১১ মাসের ৮০ হাজার ও ১২-৫৯ মাসের ৪ লাখ ৫২ হাজার শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার (১১ নভেম্বর) সকালে নগরীর মেমন মাতৃসদন হাসপাতালে শিশুদের টিকা খাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী । চসিক কাউন্সিলর আবদুস সালাম মাসুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর শৈবাল দাস সুমন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীও বক্তব্য রাখেন। মেয়র বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে চসিকের জোন ও ওয়ার্ড পর্যায়ে ইপিআই’র সকল কর্মকর্তা-কর্মচারীদের এই কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। চার দিনের ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের চসিক পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও মাতৃসদন হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন অভিভাবকেরা। এদিকে শনিবার সকাল কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি-কর্ণফুলী) শিরীণ আকতার। পটিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সব্যসাচী নাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কর্মসূচির শুভ সূচনা করেন। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, রাতকানা রোগ প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে এবং হাম, নিউমোনিয়া ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল ভরা পেটে খাওয়ালে ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় করোনাকালীন এই কঠিন সময়ে ৪ দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনও বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী।

# ১১.১২.২০২১ চট্টগ্রাম #