চলমান সংবাদ

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ঝুটের গুদাম

 নগরীর আতুরার ডিপো এলাকায় একটি তিনতলা ভবনে আগুন লেগে ঝুট কাপড়ের কয়েকটি গুদাম পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোরের দিকে আগুন লাগে। আগুনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ভোরে আগুন লাগার সংবাদ আসে নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও সময় লেগেছে। প্রথমদিকে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তিনতলা ভবনের প্রত্যেক ফ্লোরের প্রতিটি কক্ষে ঝুট রাখা ছিল। এখানে পাশাপাশি ১০টি গোডাউন ছিল, সবকটি ঝুট গুদাম হিসেবে ব্যবহার করা হতো। ভবনের নিচতলার সামনে খালি জায়গায়ও ঝুটের স্তুপ আছে। ঝুটের আগুন মাঝে মাঝেই ঝলসে উঠে। টিন শেড ও পাকা ঘর মিলিয়ে অন্তত পাঁচটি গুদাম আগুনে পুড়ে গেছে। তবে কারও হতাহত হওয়ার কোনো তথ্য মেলেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে। ক্ষতিগ্রস্ত এক গুদাম মালিক মোহাম্মদ ইসমাইল বলেন, এই গুদামে শীতকালীন পোশাক এনে রাখা হয়। শীত মৌসুমকে কেন্দ্র করে ২৯ লাখ টাকার কাপড় সংগ্রহ করে রাখা হয়। কিন্তু গোডাউনে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে।

# ০৯.১২.২০২১ চটট্টগ্রাম #