চলমান সংবাদ

ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষ সেই বাসচালক গ্রেপ্তার

চট্টগ্রামে খুলশী এলাকায় রেলক্রসিংয়ে বাস-সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় বাস চালক মো.শহিদুল আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বুধবার মধ্যরাতে মীরসরাই উপজেলার সাহেরখালী বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, দুর্ঘটনার পর বাসচালক শহিদুল ঢাকায় পালিয়ে গিয়েছিলেন। সেখানে কয়েকদিন থাকার পর মিরসরাইয়ে শায়েরখালী উপকূলীয় এলাকায় তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার গতিবিধি নজরদারিতে রেখে গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষে কর্তব্যরত এক পুলিশ সদস্যসহ তিনজন নিহতের ঘটনায় চালক মো. শহিদুল আলমকে আটক করা হয়েছে। শহিদুলের বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়েছিল। অটোরিকশাটি ছিটকে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। একইসঙ্গে একটি হিউম্যান হলারের সঙ্গেও ট্রেনের ধাক্কা লাগে। উল্লেখ্য, শনিবার (৪ ডিসেম্বর) নগরের খুলশীর ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সাথে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত ও ৮ জন আহত হন। নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মো. মনিরুল ইসলাম (৫৮), প্রকৌশলী বাহা উদ্দিন সোহাগ এবং এইচএসসি পরীক্ষার্থী সাদরাজ উদ্দিন শাহীন (১৮)। এ ঘটনায় রেল পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি এবং পূর্বাঞ্চল রেলের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এইদিন রাতে রেলওয়ে পুলিশ বাদী হয়ে বাসচালকের নাম উল্লেখ করে মামলা করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সেসময় জানায়, নিয়ম না মেনে একটি অটোরিকশা ও বাস লেভেল ক্রসিং পার হচ্ছিল। এসময় বাসটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে তা রেল লাইনে উঠে পড়ে। ট্রেন আসার সময় সড়কের একপাশে লোহার বার দিয়ে আটকানো হলেও অপর পাশে খোলা ছিল। রেলগেটের গেটম্যানের দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে। গত রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাহাড়তলী এলাকা থেকে ঝাউতলার গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে আটক করা হয়। # ০৯.১২.২০২১ চট্টগ্রাম #