চলমান সংবাদ

চসিক’র ভ্রাম্যমান আদালতের অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরীতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মঙ্গলবার (৭ ডিসেম্বর) নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে টেরিবাজার পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক সাইনবোর্ড ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয় । চেরাগী পাহাড় এলাকায় প্রায় ২০ বর্গফুটের একটি সেমিপাকা স্থাপনাও এ সময় উচ্ছেদ করা হয়েছে। চসিক’র পরিচ্ছন্নতা বিভাগ এ অভিযান পরিচালনা করে। চসিক’র উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘চেরাগী পাহাড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে আমরা দেখেছি নালা-সড়কের জায়গা দখল করে প্রায় ২০ বর্গফুটের একটি দোকান করা হয়েছে। অভিযানে ওই স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অভিযানে সড়কের দুইপাশের অবৈধ ভাসমান দোকান, সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে শতাধিক সাইনবোর্ড-বিলবোর্ড ও প্রায় ৪০টি কাঁচা দোকান। মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, নগরের চেরাগি পাহাড় থেকে আন্দরকিল্লা হয়ে বকশিরহাট মোড় পর্যন্ত এলাকার অলিগলি থেকে শুরু করে মূল সড়কের ফুটপাত- সর্বত্রই ভাসমান দোকান, সাইনবোর্ড দিয়ে দখল হয়েছে। হাঁটাচলার কোন সুযোগ ছিল না পথচারীদের। জনস্বার্থে চসিক’র পরিচ্ছন্ন বিভাগের অভিযানের পর স্বস্তি নেমে আসে জনমনে। এদিকে পলিথিন মুক্ত পরিবেশ বান্ধব নগর গড়ার লক্ষ্যে নগরীর তিনটি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে চসিক। মঙ্গলবার নগরীর কাজীর দেউরী বাজার, চকবাজার ও কর্ণফুলী বাজারে চসিক নর্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। চসিক জানায়, অভিযানে ১টি দোকানে পলিথিন ব্যাগ পাওয়ায় দোকানদারের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বর্জনের জন্য বাজারের ব্যবসায়ী এবং ক্রেতা সাধারনকে নির্দেশনা প্রদান করা হয়। পরে নগরীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বৃদ্ধি পাওয়ায় এর বিস্তার রোধে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের দাইয়া পাড়া ও হাজি পাড়া এলাকায় মশক নিধন কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং করা হয়। এছাড়াও পানওয়ালা পাড়ায় রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদূর্ভোগ সৃষ্টির দায়ে ছয় দোকানদারের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৫৫০০ টাকা জরিমানা করা হয়।

# ০৭.১২.২০২১ চট্টগ্রাম #