চলমান সংবাদ

বায়েজিদের দুই পাহাড় কেটে বহুতল ভবন, ৮ ব্যক্তিকে পৌনে ৯ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার ও গুলশান হাউজিং এলাকার ব্যাংক পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অপরাধে ৮ ব্যক্তিকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৬ ডিসেম্বর) শুনানি শেষে ওই ৮ ব্যক্তিকে ৮ লাখ ৯৫ হাজার জরিমানা পরিশোধের নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী। পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গুলশান হাউজিং এলাকার পাহাড় কেটে দশতলা ভবন নির্মাণ করায় কাজী মুহাম্মদ ইকবাল হোসেন নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা, পাহাড় কেটে টিনশেড ভবন নির্মাণের জন্য জুনাব আলী নামের একজনকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও একই কারণে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা পরিবেশ আদালতে বিচারাধীন। এছাড়াও পাহাড় কাটায় মো. সিরাজুল ইসলাম নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শেরশাহ বাংলাবাজার এলাকার পাহাড় কেটে টিনশেড ঘর তৈরি করায় দিদারুল আলম চৌধুরী নামের এক ব্যক্তিকে ১ লাখ ৮ হাজার টাকা, পাহাড় কেটে নয় তলা ভবন নির্মাণের অপরাধে মোহাম্মদ রফিক নামের একজনকে ১ লাখ ১০ হাজার টাকা, একই অপরাধে মোহাম্মদ আলী নামের একজনকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে গরুর খামার স্থাপন ও পাহাড় কাটায় মো. সিরাজুল ইসলামকে ৬০ হাজার টাকা এবং পাহাড় কেটে টিনশেড ঘর নির্মাণ করায় মো. আলমগঅর হোসেন নামের একজনকে ৪৩ হাজারসহ মোট ৮ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, গত ৩০ নভেম্বর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের অভিযানে ৮ ব্যক্তির বিরুদ্ধে পাহাড় দখল করে কাটা এবং বহুতল ভবন নির্মাণের সত্যতা পাওয়া যায়। পরে তাদেরকে শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। শুনানি শেষে অভিযুক্ত ৮ ব্যক্তিকে ৮ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। # ০৬.১২.২০২১ চট্টগ্রাম #