চলমান সংবাদ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বেগম মুশতারী শফী গুরুতর অসুস্থ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রামের প্রগতিশীল-অসাম্প্রদায়িক আন্দোলনের অন্যতম নারীনেত্রী শহীদজায়া বেগম মুশতারী শফী গুরুতর অসুস্থ। গত বুধবার তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। লেখক-সংগঠক বেগম মুশতারী শফী উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের সভাপতি। উদীচী নেতৃবৃন্দ জানান, ৮৩ বছর বয়সী বেগম মুশতারী শফী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় শ্বাসকষ্ট আরও বেড়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার (১ ডিসেম্বর) ভোরে তাঁকে চট্টগ্রাম থেকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। একাত্তরের ঘাতক-দালাল বিরোধী আন্দোলন, চট্টগ্রামের সাংস্কৃতিক-নাগরিক আন্দোলনে সামনের সারির সংগঠক এবং মুক্তিযুদ্ধে স্বামী-ভাই হারানো বেগম মুশতারী শফীর সুস্থতার জন্য তার পরিবার এবং উদীচী চট্টগ্রামের পক্ষ থেকে সবার কাছে শুভকামনা প্রত্যাশা করা হয়েছে। মুশতারী শফী মুক্তিযুদ্ধবিষয়ক বেশ কিছু গ্রন্থ রচনা করেন। যার মধ্যে উল্লেখযোগ্য- ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি; জাহানারা ইমামকে’ এবং ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’। অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে- ভ্রমণ কাহিনী ‘আমি সুদূরের পিয়াসী’, স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘স্মৃতিতে অমলিন যারা’, মুক্তিযুদ্ধ বিষয়ক ছোটগল্পের সংকলন ‘দুটি নারী ও একটি মুক্তিযুদ্ধ’, ‘মুক্তিযুদ্ধের গল্প’, ‘একুশের গল্প’ প্রভৃতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা পালনের জন্য মুশতারী শফীকে বাংলা একাডেমি কর্তৃক ২০১৬ সালে ‘ফেলোশিপ’ প্রদান করা হয়। মুশতারী শফীর স্বামী ডা. মোহাম্মদ শফী ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। ১৯৭১ সালের এপ্রিলে স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ শফি ও তার ছোট ভাই এহসান পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠায় শফী পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহিত্যিক, উদ্যোক্তা ও নারী নেত্রী শহীদ জায়া বেগম মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ফরিদপুর জেলায়। ১৯৬০ এর দশকে চট্টগ্রামে ‘বান্ধবী সংঘ’ নামে নারীদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। এ সংগঠন থেকে তিনি ‘বান্ধবী’ নামে একটি নিয়মিত পত্রিকা প্রকাশ করেন ও ‘মেয়েদের প্রেস’ নামে একটি ছাপাখানা চালু করেন।
# ০৪.১২.২০২১ চট্টগ্রাম #