চলমান সংবাদ

বিমানে যান্ত্রিক ত্রুটি, আকাশে চারবার চক্কর দেয়ার পর চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ

ঢাকা থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কবলে পড়ায় জরুরি অবতরণ করতে হয়েছে। অবতরণের আগ মুহূর্তে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়ায় ফ্লাইটটি অবতরণ করতে না পেরে কয়েকবার আকাশে চক্কর দেয়। তবে শেষপর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। অবতরণ নিয়ে জটিলতার সময় ওই ফ্লাইটে থাকা ৪২ যাত্রী এবং বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটির যাত্রীরা সকলে নিরাপদে আছেন। বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটির (বিজি-৬১৭) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। যান্ত্রিক জটিলতার কারণে এক ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে চক্কর দেয়ার পর ৯টা ৪২ মিনিটে সেটি বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের ড্যাশ-৮ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট কন্ট্রোল টাওয়ারকে ল্যান্ডিং গিয়ারে সমস্যার কথা জানান। প্রথমবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হন পাইলট। কয়েকবার আকাশে চক্কর দিয়ে আরও দুই দফা অবতরণের চেষ্টা করা হয়। চতুর্থবারে ফ্লাইটটির জরুরি অবতরণে সক্ষম হন পাইলট। রানওয়ের ঘাসে অবতরণের পর যাত্রীদের সবাইকে নিরাপদে ফ্লাইট থেকে বের করা হয়। এর আগেই বিমানের ফ্লাইট জরুরি অবতরণের জন্য তিনটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানোসহ ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়। ফ্লাইটটিতে ৪২ জন যাত্রী ছাড়াও ২ জন পাইলট ও ২ জন কেবিন ক্রু ছিলেন। বাংলাদেশ বিমান চট্টগ্রামের ব্যবস্থাপক সাকিয়া সুলতানা বলেন, ‘ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২ জন যাত্রী নিয়ে আসছিল। অবতরণের আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে পরে সেটি নিরাপদে জরুরি অবতরণ করে। যাত্রীদের কোনো সমস্যা হয়নি। সবাই নিরাপদে আছেন। ফ্লাইটটি এখন রানওয়েতে রয়েছে, টেকনিক্যাল টিম সেটি পরীক্ষা-নিরীক্ষা করছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, রাত ৮টা ২৫ থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের কথা ছিল। ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে পাইলট কয়েক দফা অবতরণের চেষ্টা করেন। এরপর ফাইনালি ৯টা ৪২ মিনিটে জরুরি অবতরণের সব প্রস্তুতির মধ্যে ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে। এর ঘণ্টাখানেকের মধ্যে এটিকে পার্কিংয়ে নিয়ে আসা হয়।
# ০২.১২.২০২১ চট্টগ্রাম #