চলমান সংবাদ

নাশকতা মামলার আসামি বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

একাধিক নাশকতা মামলার আসামি এক বিএনপি নেতাকে অস্ত্র বেচাকেনার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। লোকমান হোসেন (৪১) নামে বিএনপির ওই নেতার কাছ থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। ক্রেতা সেজে অস্ত্র কেনার অভিনয় করে কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর দেওয়ানহাট ডিটি রোডে ‘সিটি আই’ নামে একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার লোকমান হোসেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার আহাম্মদ সবুরের ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক। বর্তমানে জাতীয়তাবাদী প্রজন্ম দল নামে বিএনপিপন্থী একটি সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দেন। স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবেও তার পরিচিতি আছে। নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা জানান, গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র কেনার কৌশল অবলম্বন করে তার সঙ্গে যোগাযোগ করা হয়। কথা বলে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি। তার দেওয়া ঠিকানা অনুযায়ী হোটেল অভিযান চালানো হয়। বিদেশী অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা ঞয়। লোকমানের কাছ থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি দেশের তা নিশ্চিত হওয়া যায়নি। পিস্তলের সঙ্গে একটি খালি ম্যাগজিনও উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি বিক্রির জন্য এনেছিলেন লোকমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকমান অস্ত্র কেনা-বেচার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া চারটি মামলা বিচারাধীন আছে। লোকমানের অস্ত্র কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত অন্যান্যদের তথ্য জানতে তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
# ০২.১২.২০২১ চট্টগ্রাম #