চলমান সংবাদ

শাহ আমানতে দুবাই ফেরত যাত্রীর ব্যাগে মিলল ৪ কেজি স্বর্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক বিমানযাত্রীকে তল্লাশি করে প্রায় তিন কোটি টাকার ঘোষণা বর্হিভূত সোনা উদ্ধার করা হয়েছে। একই যাত্রীর কাছ থেকে ঘোষণাবর্হিভূত শুল্কায়নযোগ্য প্রায় ছয় লাখ টাকার আইফোন ও আইপ্যাডও উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল নয়টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-১৪৮) এক যাত্রীর কাছ থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা এসব পণ্য উদ্ধার করেন। এরপর ওই যাত্রীকে আটক করা হয়। আটক মো. সোহেলের (২৭) বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া জেলায়। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মো. শাকিল খন্দকার জানান, সোহেলের কাছ থেকে ২৬টি সোনার বার, তিনটি স্বর্ণপিণ্ড, ছয়টি সোনার পাত উদ্ধার করা হয়েছে। এর ওজন ৪ কেজি ৬০ গ্রাম। তার কাছ থেকে ছয়টি সোনার চুরি, এক জোড়া কানের দুল, একটি আংটি ও একটি গলার চেইন উদ্ধার করা হয়েছে, যার ওজন ৯৯ গ্রাম। এসব সোনার দাম দুই কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকা। এছাড়া সোহেলের কাছ থেকে চারটি আইফোন ও একটি আইপ্যাড উদ্ধার করা হয়েছে, যার দাম প্রায় ছয় লাখ টাকা। আটক সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

# ২৩/১১/২০২১ চট্টগ্রাম #