চলমান সংবাদ

গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে চট্টগ্রামের শিক্ষার্থীরা আন্দোলনে

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রামের শিক্ষার্থীরা। চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ‘গণপরিবহনে হাফ ভাড়া চাই, চট্টগ্রাম’ ব্যানারে হাফ ভাড়াসহ ৫ দাবিতে মানববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। নগরের দুই নম্বর গেইট বিপ্লব উদ্যানের সামনে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সেখান থেকে শিক্ষার্থীদের একটি মিছিল জিইসিতে এসে শেষ হয়। শিক্ষার্থীরা বলছেন, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। সে সময় এই দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলেও সেটি বাস্তবায়ন করা হয়নি। এখন আবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে শিক্ষার্থীদের ঘাঁড়েও বাড়তি ভাড়া চাপিয়ে দিয়েছেন। তাদের দাবি, গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ নিশ্চিত করতে সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সড়ক, নৌ ও রেলপথসহ সর্বস্তরে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিল, পরিবহনখাতে শ্রমিকদের উপর চলমান সব প্রকার চাঁদাবাজি বন্ধ, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম কমানো, রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় ব্যক্তিগত পরিবহন হ্রাস, গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন। সাইফুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, ‘বাসভাড়া যেভাবে বেড়েছে একজন শিক্ষার্থীর পক্ষে সেটা বহন করা সম্ভব হচ্ছে না। আমরা সরকারের কাছে হাফ পাস নির্ধারণের দাবি জানাচ্ছি। গণপরিবহনে একজন শিক্ষার্থী যাতে অর্ধেক ভাড়ায় চলতে পারে, সেই ব্যবস্থা করার দাবিতে আমরা আজ মানববন্ধন করেছি। আমরা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব। স্মারকলিপি দেব, শিক্ষামন্ত্রীর কাছে যাব। এরপরও যদি দাবি মেনে নেওয়া না হয় রাস্তা অবরোধসহ দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলব।’ চট্টগ্রাম কমার্স কলেজের শিক্ষার্থী অবিধা ফাইরুজ বলেন, নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, তার উপর এখন বাড়তি পরিবহন ভাড়া। প্রতিদিন টিউশন, কলেজ, কোচিং ইত্যাদি কাজে আসা-যাওয়ার ক্ষেত্রে আগে যতটুকু খরচ হতো এখন তার দ্বিগুণ খরচ হচ্ছে। পড়াশোনা শুধু বড়লোকদের ছেলেমেয়েরা করছে না যে, বাবা-মা হাতে হাজারখানেক টাকা গুজে দিয়ে বলবে “রিক্সা কিংবা সিএনজিতে করে আসা-যাওয়া করো”, মধ্যবিত্ত ও নিন্মবিত্তের ছেলেমেয়েরাও পড়াশোনা করছে। এসময় বক্তব্য রাখেন মহসীন কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. শিহাব, ইয়াছিন আরেফিন, আগ্রাবাদ মহিলা কলেজের ছাত্রী আবিদা খাইরুন, পটিয়া সরকারি কলেজের জাহিদুল ইসলাম রাপি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুর রুদ্র।
# ২৩.১১.২০২১ চট্টগ্রাম #