চলমান সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরে চট্টগ্রামে কড়া নিরাপত্তা

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের চট্টগ্রামে হওয়া একমাত্র টেস্ট ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামে পৌঁছানোর পর বাংলাদেশ-পাকিস্তান দুই দলের কড়া নিরাপত্তায় রাখা হবে এবং একমাত্র টেস্ট ম্যাচে সিএমপির ৯০০ পুলিশ সদস্য সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি জানান, বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের চট্টগ্রাম সফরকালে ক্রিকেটাররা হোটেলে অবস্থানকালে চট্টগ্রাম রেডিসনব্লু বে ভিউতে তিন স্তরের নিরাপত্তা এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার স্তরের নিরাপত্তা দেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে সড়ক পথে এস্কর্ট প্রদান, বিমানবন্দরে নিরাপত্তা, খেলোয়াড় গমনাগমনে নিরাপত্তা ডিউটি, হোটেল কেন্দ্রিক নিরাপত্তা, স্টেডিয়াম কেন্দ্রিক নিরাপত্তা, অনুশীলন ডিউটি, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। নিরাপত্তা ব্যবস্থায় কুইক রেসপন্স টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। নিরাপত্তায় ৯০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থাও কাজ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস, চসিক, বিমান বাহিনী, সিডিএ ও ওয়াসাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা । প্রসঙ্গত আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল চট্টগ্রামে পৌঁছে হোটেল রেডিসন ব্লু’তে অবস্থান করবে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে উভয় দল। ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর একই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে আগামী ১ ডিসেম্বর দুই দল ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।
# ১৮.১১.২০২১ চট্টগ্রাম #