চলমান সংবাদ

গণপরিবহণে ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে ট্রাফিক বিভাগের উদ্যোগ

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয় করেছে সরকার। তবে নির্ধারিত এ ভাড়ার তোয়াক্কা না করে নিজেদের মত বাড়তি ভাড়া আদায় করছে গণপরিবহণ সংশ্লিষ্টরা। এদিকে ভাড়া বাড়ার সুযোগে বাড়তি টাকা আদায় করছে গ্যাসচালিত বাসগুলোও। এ নিয়ে বাসচালক-হেল্পারের সাথে যাত্রীদের বাগবিতন্ডা এমন কি হাতাহাতির ঘটনাও ঘটছে। শুক্রবার (১২ নভেম্বর) রাতে বাসভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়া হয়। জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রী আব্দুল হানিফকে উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, নগরীর বহদ্দারহাট থেকে সিবিচগামী ১০ নম্বর (চট্টমেট্রো জ-১১-১৮৭২) বাসের যাত্রী ছিলেন হানিফ। বাহদ্দারহাট থেকে টাইগারপাসে আসার জন্য তিনি পাঁচ টাকা ভাড়া দেন। তখন বাসের সহকারী তার কাছ থেকে আরও তিন টাকা বাড়তি ভাড়া দাবি করেন। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে নগরীর ইস্পাহানির মোড় এলাকায় বাস পৌঁছানোর পর সহকারী যাত্রী আব্দুল হামিদকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এরপর বাসটি টাইগারপাসের দিকে এগিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখে ট্রিপল নাইনে ফোন করে পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। পুলিশ গিয়ে যাত্রী আব্দুল হামিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা টাইগারপাসে বাসটি ঘিরে রাখে। আমরা বাসচালক মো. হাসান (২৯) আটক করি। কিন্তু সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার সকালে ফের টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে সহকারী আশরাফকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে নগরে ডিজেল ও সিএনজিচালিত বাস চিহ্নিত করার লক্ষ্যে লাল-সবুজ স্টিকার লাগানো শুরু করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। গতকাল শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টাইগারপাস, দুই নম্বর গেট, আগ্রাবাদ মোড়, কাস্টমস রুটে এসব স্টিকার লাগায় নগর পুলিশের ট্রাফিক বিভাগ। এসময় বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, ডিজেল ও সিএনজিচালিত বাস চিহ্নিত করার জন্য যানবাহনে লাল ও সবুজ স্টিকার লাগানোর কার্যক্রম শুরু হয়েছে। নগরের বিভিন্ন স্থানে বিআরটিএ কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী এই কার্যক্রম চলছে। ডিজেলচালিত গাড়ির জন্য লাল এবং সিএনজিচালিত গাড়ির ক্ষেত্রে সবুজ স্টিকার লাগানো হচ্ছে। পাশাপাশি বর্ধিত ভাড়ার তালিকাও এসব গাড়িতে সংযুক্ত করা হয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। যদি কেউ স্টিকার ছিঁড়ে ফেলে বা যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সরকার ভাড়া নির্ধারণ করে দেয়ার পরও নগরের সড়কগুলোতে ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। গণপরিবহণ চালক-হেল্পাররা সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশিমতো বাড়তি ভাড়া আদায় করছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্যাসচালিত বাসগুলোও ডিজেলচালিত বাসের সাথে পাল্লা দিয়ে সমানতালে বাড়তি ভাড়া আদায় করছে।
# ১৩.১১.২০২১, চট্টগ্রাম #