চলমান সংবাদ

চট্টগ্রামে ৩৭ ইউনিয়নে নির্বাচন বৃহস্পতিবার, ২৮ ম্যাজিস্ট্রেট নিয়োজিত

দ্বিতীয়দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের তিন উপজেলা ফটিকছড়ি, সীতাকুন্ড ও মিরসারইয়ের ৩৭ ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব কার্যক্রম। বুধবার সকাল থেকে সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য চট্টগ্রাম বিভাগে নিয়োজিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ২৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটিকছড়ি উপজেলার দায়িত্বে থাকবেন ১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট। সীতাকুন্ড উপজেলায় ৬ জন এবং মিরসরাই উপজেলায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’-এর ১০(৫) ধারা অনুযায়ী আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হলো। ‘মোবাইল কোর্ট আইন ২০০৯’-এর ৫ ধারা অনুযায়ী তফসিলভুক্ত আইনের আওতায় এ সময় তারা দায়িত্বে নিযুক্ত থাকবেন। নিয়োগ পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ১০ নভেম্বর সকালে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কাছে রিপোর্ট করতে হবে। বিভাগীয় কমিশনার প্রয়োজনীয়তা অনুযায়ী যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব বণ্টন করবেন বলেও জানানো হয়। নির্বাচনের বিষয়ে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। প্রতিটি কেন্দ্র পুলিশ সদস্যমোতায়েন থাকবে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে পারবো। ফটিকছড়ি উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ২ ইউনিয়ন ভক্তপুর ও লেলাং ইউপিতে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়া আব্দুল্লাহপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। তবে বাকি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় বাকি ১১টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ২৬ জন। সীতাকুন্ড উপজেলার ৯টি ইউনিয়নের ৫টি (সৈয়দপুর, মুরাদপুর, সোনাইছড়ি, ভাটিয়ারি, কুমিরা) ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এই সব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তবে অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাকি ৪টি (বাড়বকুন্ড, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা, ছলিমপুর) ইউনিয়নে চেয়ারম্যান পদসহ সব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে নির্বাচন হওয়া ৪টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯ জন। মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩ টি (জোরারগঞ্জ, করেরহাট, হিঙ্গুলী, দুর্গাপুর, কাটাছড়া, ওয়াহেদপুর, সাহেরখালী, ওসমানপুর, ধুম, হাইতকান্দি, মায়ানী, মিঠানালা, মঘাদিয়া) ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তবে অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৩টি (ইছাখালী, মিরসরাই সদর ও খৈয়াছড়া) ইউনিয়নে চেয়ারম্যান পদসহ সব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
# ১০.১১.২০২১ চট্টগ্রাম #