চলমান সংবাদ

চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের উদ্যোগে সংবর্ধনা সভা

একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ক্ষেত্রে যে যে সেক্টরের মূখ্য ভুমিকা রয়েছে তাদের অন্যতম প্রধান পণ্য পরিবহন সেক্টর। এই পণ্য পরিবহন সেক্টরকে বাদ দিয়ে কোন দেশ বা সরকার উন্নয়ন ও সমৃদ্ধশালী হতে পারে না। তাই সরকারের উচিত ভূর্তুকি দিয়ে হলেও এ সেক্টরের আনুষঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা। কিন্তু বর্তমানে তার উল্টো চিত্র প্রতীয়মান হচ্ছে। যখন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর রুটি-রুজির বাহন পণ্য পরিবহনের মালিক-শ্রমিক ভাইয়েরা বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে দেশের স্বার্থে নিজেদের সর্বস্ব বিলীন করে দিচ্ছে ঠিক সে সময়ে পণ্য পরিবহনের প্রাণশক্তি ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এক গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। তাই আজ পণ্য পরিবহন মালিক-শ্রমিকেরা সকল মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আজ ৬ নভেম্বর ২০২১ ইংরেজি শনিবার সন্ধ্যায় সংগঠনের মাদারবাড়িস্থ কার্যালয়ে গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, গোবিদ্ধগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইমমুভার মালি-শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আজাদের আগমন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশন কর্তৃক আয়োজিত সংর্ধনা সভায় সম্বর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ নূরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা আবুব কর ছিদ্দিক, হাজী মনির আহমদ, আলহাজ্ব দীন মোহাম্মদ, আলহাজ্ব ছালেহ আহমদ, আলহাজ্ব আবুল কাশেম মাষ্টার, আলহাজ্ব জসিম উদ্দিন ভুঁইয়া, শ্রমিক নেতা মোঃ শাহজাহান, মোঃ নিজাম উদ্দিন, কে.এম মহিউদ্দিন, নজরুল ইসলাম দুলাল ও দেলোয়ার হোসেন কিরণ প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ আবদুল মান্নান টোল ফি ও ডিজেলের দাম না কমানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।