চলমান সংবাদ

আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশে বক্তারা

-মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থীরাই সাম্প্রদায়িক হামলা করেছে

সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, তারাই সারাদেশে সাম্প্রদায়িক হামলা করে সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করেছিল। হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট করে তারা একটি এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর আন্দরকিল্লা চত্বরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সকল সম্প্রদায় যে অবদান রেখেছে তা ইতিহাসের অংশ হিসেবে থাববে। একে কলংকিত করার অপচেষ্টা যারা করছে তারা ষড়যন্ত্রকারী। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপকৌশল মাত্র। আমরা একটি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ শক্তি, এই শক্তিকে সুরক্ষা করাই আমাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সামাজিক অধিকার এবং ধর্ম বর্ণ বির্নিশেষে মানবাধিকারের মূল নীতিমালা সুরক্ষা করাটা-ই একমাত্র লক্ষ হতে হবে। সকল ধর্মাবলম্বীর সহাবস্থান ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত। এই ধারাকে সুরক্ষা করতে পারলেই আমাদের রাজনৈতিক অস্তিত্বের ভিত্তি সুদৃঢ় হবে। সম্প্রীতি শুধু সমাবেশ করে নয়, আমাদের অন্তরে এবং মনোজগতের ভাবনাগুলোকে পরিবর্তন করতে হবে এবং সামনে নির্বাচন আমাদেরকে প্রত্যেকেরই প্রয়োজন আত্মশুদ্ধি অর্জনের। সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের বিচার আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত সনাতনীদের সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন, আদালতে প্রত্যক্ষ সাক্ষীরা সাক্ষ্য প্রমাণ না দিলে এ বিচার কাজ শেষ হবে না। আপনারা নির্ভয়ে আদালতে সাক্ষী দিবেন। আপনাদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। আওয়ামী পরিবার রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ হামলার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচার কাজে সহযোগিতা করুন। বাংলাদেশ যেন একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা মন্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। সমাবেশে নগরীর ১৫টি থানা এবং ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কগণ স্ব-স্ব ওয়ার্ডের ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলসহকারে সমাবেশে যোগদান করেন।
# ০৫.১১.২০২১ চট্টগ্রাম #