চলমান সংবাদ

বিলস-এর উদ্যোগে সীতাকুন্ড ২-দিনব্যাপী “ইয়থ্ এন্ড উইমেন ওয়ার্কার্স ক্যাম্প-২০২১” সম্পন্ন

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস-এর উদ্যোগে সংস্থার ডিজিবি-বিডব্লিউ প্রকল্প কার্যক্রমের আওতায় র্নিধারিত শ্রম-সেক্টরসমূহের প্রতিনিধিত্বশীল যুব ও নারী ট্রেড ইউনিয়ন নেতৃত্বের অংশগ্রহনে ২-দিনব্যাপী “ইয়থ্ এন্ড উইমেন ওয়ার্কার্স ক্যাম্প-২০২১” সম্প্রতি ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সীতাকুন্ডের ইপসা হিউম্যান রির্সোস ডেভেলাপমেন্ট সেন্টারে সম্পন্ন হয়েছে। “ইয়থ্ এন্ড উইমেন ওয়ার্কার্স ক্যাম্প-২০২১” উদ্ধোধন করেন সীতাকুন্ড উপজেলার প্রধান র্নিবাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। উদ্ধোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিলস-এলআরএসসি পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রমিকনেতা এ এম নাজিমউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিলস-এলআরএসসি পরিচালনা কমিটির সদস্য ও জেলা টিইউসি সভাপতি শ্রমিকনেতা তপন দত্ত। ২-দিনব্যাপী ইয়থ্ এন্ড উইমেন ওয়ার্কার্স ক্যাম্প-আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন বিলস-এর সিনিয়র কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসার র্উধ্বতন কর্মকর্তা মো. আলী শাহীন। অধিবেশনটি সঞ্চালনা করেন বিলস-এর প্রোগ্রাম অফিসার ফজলুল কবির মিন্টু। ক্যাম্পে “ট্রেড ইউনিয়ন সংগঠিতকরণ : নারী ও যুব নেতত্বের ভ’মিকা”, “চাকুরির অবসান : প্রক্রিয়া ও ক্ষতিপুরণ”, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও শোভন কাজ” এবং “আইএলও কনভেনশন-১৯০”-বিষয়ক ৪টি পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাসমূহে উপস্থাপিত ধারণাপত্রের ওপরত প্যানেল অলোচনায় অংশগ্রহন করেন বিলস কোর টিমের যুব ও নারী ট্রেড ইউনিয়ন সদস্যবৃন্দ। ক্যাম্পের ২য় দিনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইপসার-র প্রধান র্নিবাহী মো. আরিফুর রহমান। এতে সভাপতিত্ব করেন বিলস-এলআরএসসি পরিচালনা কমিটির সদস্য ও জেলা টিইউসি সভাপতি শ্রমিকনেতা তপন দত্ত। স্বাগত বক্তব্য রাখেন বিলস-এলআরএসসি পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সভাপতি শ্রমিকনেতা এ এম নাজিমউদ্দিন। অধিবেশনটি সঞ্চালনা করেন বিলস-এর সিনিয়র কর্মকর্তা রিজওয়ানুর রহমান খান। ক্যাম্পে বক্তারা বলেন, আমাদের দেশের শ্রমিকরা অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও সময়মত মজুরি, ওভারটাইম, ছুটি, বোনাস, মাতৃত্বকালীন সুবিধা এবং শ্রম আইন-স্বীকৃত অনেক অধিকার থেকে প্রায়শ তাদের বঞ্চিত করার অপচেষ্টা চলে। পাশাপাশি, ক্ষেত্রবিশেষে মালিক-কর্তৃপক্ষ-নিয়োগকর্তা-র্উধ্বতন ব্যবস্থাপকদের অন্যায় ও অশোভন আচরণের শিকারও হতে হয় এ সকল শ্রমিকদের। এর অবসান হওয়া দরকার-বলে মন্তব্য করেন বক্তারা। শ্রমিকদের জন্য শোভন কাজ ও দুর্ঘটনার ঝুকিঁমুক্ত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জীবন ধারণের উপযুক্ত মানসম্মত মজুরি, শ্রম-আইন ও আন্তর্জাতিক ঘোষনা/কনভেনশন অনুযায়ী সার্বিক শ্রম-মান নিশ্চিতকরণকল্পে মালিক-শ্রমিক-সরকার-এর যৌথ ও কাঙ্খিত উদ্যোগ গ্রহনের ওপর গুরুত্বারোপ করা হয়। ২-দিনের এ ক্যাম্পে শিক্ষা ও বিনোদনমূলক কর্মকান্ডে অংশগ্রহন করেন ট্রেড ইউনিয়ন প্রতিনিধিগণ। কুইজ ও ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।