শিল্প সাহিত্য

মন কয়েদি

– লীলাবতী 

একটি  শিশুতোষ  গল্প,কবিতা,
লিখতে না পারলেও,
মনে মনে বড্ড সাধ,
বুকজুড়ে আশা,
ঘুমপাড়ানির  গান শুনবার।
কেনই বা থাকবেনা বলতে পারেন?
দীর্ঘ  আলিঙ্গন, রাত্রির কোলে ঘুম,
অধিকারের মানুষটির কাছে,
আর ও কিছুক্ষণ  থাকতে চাওয়ার,
বাসনা,
কার থাকেনা বলুন তো?
একটা  শ্বাসরুদ্ধকর  পোড়া গন্ধ,
নিয়ে এই দেহগাড়ি চলছে,
নিজের ভেতর  নিজের মরে,
যাওয়া কখনো  দেখেছেন?
দিনরাত এত দহন,
একাকী  পুড়ে যাওয়া,
কেউ কি দেখতে পায়?
নিজের জন্য ভীষণ,
মায়া হয়।
আহ কি হাহাকার,
তথাপি,
উপসম,
পোড়া হৃদপিন্ডের মলম,
সকল ই অন্যের অধীনে।
মানব মন যখন অন্যের,
ভুলুন্ঠিতকৃতদাস,
আজীবন  কয়েদি,
অন্য জেলখানায়,
মানুষ   তখন বড্ড অসহায়।।।
৩/১০/২০২১